চা খাইয়ে রোগীর পরিজনদের লুট! নগদ টাকা-মোবাইল নিয়ে চম্পট দুষ্কৃতীর, মহকুমা হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Kalna Sub Divisional Hospital: হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পরিজনদের সঙ্গে ভাব জমিয়ে, তাঁদের চা খাইয়ে বেহুঁশ করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। কালনার এই ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।
কালনা, বনোয়ারীলাল চৌধুরীঃ চা খাইয়ে বেহুঁশ করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট! রবিবার রাতে কালনা মহকুমা হাসপাতালে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পরিজনদের সঙ্গে ভাব জমিয়ে, তাঁদের চা খাইয়ে বেহুঁশ করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী।
এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁরা কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অচৈতন্য অবস্থায় উদ্ধার হওয়া এই তিন ব্যক্তি যথাক্রমে সমুদ্রগড়ের বিবির হাটের বাসিন্দা নারায়ণ চৌধুরী, নদিয়ার বাহিরচড়া এলাকার আনোয়ার শেখ এবং গরেশপুর এলাকার জমির উদ্দিন শেখ। প্রত্যেকেই অসুস্থ আত্মীয়দের দেখাশোনা করতে হাসপাতালে এসেছিলেন।
advertisement
আরও পড়ুনঃ পুজোপাঠ থেকে হোম-যজ্ঞ! দক্ষিণাকালীর আর্বিভাব দিবসে দোহালিয়া কালীবাড়িতে বিশেষ আয়োজন, উপচে পড়ছে ভক্তদের ভিড়
তাঁদের পরিবারের সদস্যদের অভিযোগ, রবিবার রাতে হাসপাতালের ওয়েটিং রুমে এক অচেনা ব্যক্তি এসে তাঁদের সঙ্গে গল্প করতে শুরু করেন। খুব অল্প সময়েই তিনি পরিজনদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে ফেলেন এবং পরে তাঁদের চা খাওয়ান। চা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই রোগীর পরিজনরা বেহুঁশ হয়ে পড়েন। সেই সুযোগে ওই ব্যক্তি তাঁদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য জিনিস নিয়ে চম্পট দেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার পর সোমবার দুপুর তিনটে নাগাদ কালনা থানার পুলিশ হাসপাতালে পৌঁছে তিনজনের পরিবারের সদস্যদের কাছ থেকে অভিযোগ নেয়। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় এমন ঘটনা ঘটায় রোগীর পরিজনেরা আতঙ্কে ভুগছেন। সব মিলিয়ে, কালনা মহকুমা হাসপাতালের এই ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সচেতনতার পাশাপাশি এখন নিরাপত্তা জোরদার করার দাবি তুলেছেন সাধারণ মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Oct 06, 2025 7:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চা খাইয়ে রোগীর পরিজনদের লুট! নগদ টাকা-মোবাইল নিয়ে চম্পট দুষ্কৃতীর, মহকুমা হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা










