ডেঙ্গু-সহ অজানা জ্বরে আক্রান্ত পশ্চিম মেদিনীপুর

Last Updated:
#পশ্চিম মেদিনীপুর: ডেঙ্গু-সহ অজানা জ্বরে আক্রান্ত পশ্চিম মেদিনীপুর ৷ অজানা জ্বরে এখনও অবধি তিন দিনে দু’জনের মৃত্যুর খবর মিলেছে । আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ ।
জেলা স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে স্বাস্থ্য দফতরের দল এলাকায় নজরদারি চালাচ্ছে ৷  পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের আগরয়াড়া, সীতারামপুর, হান্দোল, নায়েকপাড়া-সহ পুরো অঞ্চলের বেশিরভাগ বাড়ির সদস্যরা অজানা জ্বরে আক্রান্ত ।
আক্রান্তরা পিংলা গ্রামীন হাসপাতাল, ময়না হাসপাতাল ও ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ শনিবার সকালে ফের অজানা জ্বরে মৃত্যু হয় এক মহিলার ৷ পিংলার আগরয়াড়া গ্রামের বাসিন্দা তিনি ৷
advertisement
advertisement
এই দু’টি ঘটনার পর ফের নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে ৷ রাজ্য সভার সাংসদ এবং সবং বিধানসভার বিধায়ক গীতা ভুইয়া সহ অনান্যরা  উপস্থিত হন ওই এলাকায় ৷ তারা আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন, দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা ৷
অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে পিংলা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র জানান, আমি খবর পেয়েছি ৷ বিষয়টি আমার নজরে থাকবে। সকলেরই চিকিৎসা শুরু হয়েছে । তবে ডেঙ্গু কিনা তা সাস্থ্য দফতরের লোক খতিয়ে দেখছে ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডেঙ্গু-সহ অজানা জ্বরে আক্রান্ত পশ্চিম মেদিনীপুর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement