নদিয়ার 'এই' জায়গায় চালু হল CAA আবেদন সহায়তা কেন্দ্র, উদ্বোধনে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
CAA Help Center: কল্যাণী শ্যামাপ্রসাদ সেবা সংস্থা কেন্দ্রে কেন্দ্রীয় জাহাজ ও জলসম্পদ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর উদ্বোধন করলেন এই ক্যাম্প অফিসের। উদ্বোধন করে তিনি নিজে অফিসে বসলেন।
নদিয়া, কল্যাণী, রঞ্জিত সরকার: নদিয়ার কল্যাণীতে চালু হল CAA আবেদন সহায়তা কেন্দ্র। মঙ্গলবার কল্যাণী শ্যামাপ্রসাদ সেবা সংস্থা কেন্দ্রে কেন্দ্রীয় জাহাজ ও জলসম্পদ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর উদ্বোধন করলেন এই ক্যাম্প অফিসের। উদ্বোধন করে তিনি নিজে অফিসে বসলেন। কল্যাণী এসবিআই ব্যাঙ্কের পাশে চালু হয়েছে এই সিএএ সহায়তা কেন্দ্র।
এই উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি শ্যামাপ্রসাদ ভবনের সংলগ্ন মাঠে মতুয়া মহাসংঘের একটি অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সেখানে শারদীয়া উৎসবের প্রাক্কালে দুঃস্থ মহিলাদের হাতে শাড়ি এবং দিব্যাঙ্গদের হাতে ট্রাই-সাইকেল তুলে দেন মন্ত্রী।
আরও পড়ুনঃ পুজোর আগেই আচমকা হানা! দোকান থেকে টান মেরে ফেলা হল নিম্নমানের খাবার, খাদ্যের গুণগত মান বজায়ে একগুচ্ছ নির্দেশ খাদ্য সুরক্ষা আধিকারিকদের
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘নাগরিকত্বের যে সিএএ ক্যাম্প তৈরি করা হচ্ছে সেখানে ভালই সাড়া পড়ছে সাধারণ মানুষের। কারণ মানুষ জানে সিএএ না হলে আগামীতে যখন এনআরসি হবে তখন একটা সমস্যা হবে। আর সেই কারণেই মানুষজন তৎপর ভাবে সিএএ-তে আবেদন করছেন। তাঁরা সার্টিফিকেট পাওয়ার আশায় রয়েছে’।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধ*র্ষণের অভিযোগে তুমুল বিক্ষোভ! সুপারের প্রশ্রয়েই কি অভিযুক্তের ‘দাদাগিরি’?
CAA অর্থাৎ নাগরিকত্ব সংশোধন বিল পাস হওয়ার লগ্ন থেকেই গোটা দেশে বিতর্কের ঝড় ওঠে। কেন্দ্রীয় সরকার চাইলেও বিরোধী দলগুলো শুরু থেকেই এই বিলের বিরোধিতা করছে। বিরোধীদের আশঙ্কা, এই আইনের ফলে বহু আমজনতা ভারতীয় নাগরিকত্ব খোয়াবে। তবে বিজেপি সরকারের অভিমত, দেশ থেকে কাউকে বাদ দেওয়া নয় বরং এই আইন চালু করে দেশের নাগরিকদের সুরক্ষিত করাই মূল লক্ষ্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 6:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নদিয়ার 'এই' জায়গায় চালু হল CAA আবেদন সহায়তা কেন্দ্র, উদ্বোধনে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর