Uluberia Pool Car Accident: স্কুলে ঝুলছে তালা, পুলকার দুর্ঘটনায় শিশুদের মৃত্যুর দায় স্কুল কর্তৃপক্ষের, দাবি মৃত শিশুর মায়ের

Last Updated:

সোমবার উলুবেড়িয়ায় পুলকার দুর্ঘটনায় শিশুমৃত্যুর দায় স্কুল কর্তৃপক্ষের, দাবি মৃত শিশু ঈশিকা মণ্ডলের মা আলপনা মণ্ডলের। দুর্ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল, স্কুলের গেটে ঝুলছে তালা। বুধবার থেকে স্কুলে পরীক্ষা হওয়ার কথা ছিল। আপাতত স্থগিত পরীক্ষা

সোমবার উলুবেড়িয়ায় পুলকার দুর্ঘটনায় শিশুমৃত্যুর দায় স্কুল কর্তৃপক্ষের, দাবি মৃত শিশু ঈশিকা মণ্ডলের মা আলপনা মণ্ডলের
সোমবার উলুবেড়িয়ায় পুলকার দুর্ঘটনায় শিশুমৃত্যুর দায় স্কুল কর্তৃপক্ষের, দাবি মৃত শিশু ঈশিকা মণ্ডলের মা আলপনা মণ্ডলের
উলুবেড়িয়া: সোমবার উলুবেড়িয়ায় পুলকার দুর্ঘটনায় শিশুদের মৃত্যুর দায় স্কুল কর্তৃপক্ষের, দাবি মৃত শিশু ঈশিকা মণ্ডলের মা আলপনা মণ্ডলের। দুর্ঘটনার পর অনির্দিষ্ট কালের জন্য বন্ধ স্কুল, স্কুলের গেটে ঝুলছে তালা। বুধবার থেকে স্কুলে পরীক্ষা হওয়ার কথা ছিল। আপাতত স্থগিত পরীক্ষা।
সোমবারের মর্মান্তিক দুর্ঘটনায় আতঙ্কিত অভিভাবকেরা। গাড়ির গুণগত মান নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ, মাত্র পনেরো হাজার টাকায় কেনা হয়েছিল গাড়িটি। অভিভাবকদের দাবি, পুলকার ঠিক করে দিত স্কুল। নিয়মিত যে পুলকারটি পড়ুয়াদের স্কুল থেকে নিয়ে আসত, সেটি কোনও কারণে স্কুলেই পড়ে রয়েছে। সেই গাড়ির বদলে গত ২-৩ দিন ধরে আসছিল অন্য পুলকারটি।
advertisement
সোমবার মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকে উলুবেড়িয়া। স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ফেরার পথে পুকুরে পড়ে যায় একটি পুলকার। দুর্ঘটনায় তিন পড়ুয়ার মৃত্যু হয়, আহত দুই। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুর সাড়ে ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় এক স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ফিরছিল পুলকারটি। বহিরা গ্রামের কাছে আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সোজা পুকুরে গিয়ে পড়ে পুলকারটি। সেই সময় গাড়িতে ছিল ৫ পড়ুয়া। স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা করে, খবর দেওয়া হয় পুলিশে, পরে পুকুরে ডুবুরি নামানো হয়।
advertisement
advertisement
উলুবেড়িয়ার এআরটিও জানান, ” পুলকার সংক্রান্ত বিষয়ে বুধবার উলুবেড়িয়া সাব ডিভিশনের সমস্ত বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে। প্রাইভেট গাড়িগুলি এলাকাগতভাবে গাড়ি চালাচ্ছে, যেগুলো ধরার মত ম্যান পাওয়ার আমাদের নেই। গাড়ির কাগজ বৈধ না হলে বার বার নোটিস ধরানো হয়। গাড়ি ধরলে, বাচ্চারা গাড়িতে থাকলে আমারা কোনও পদক্ষেপ করতে পারি না। গাড়ির বৈধ কাগজ না থাকলে গাড়ি সিজ করা উচিৎ।”
advertisement
পুকুর থেকে পাঁচ পড়ুয়াকে উদ্ধার করে উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পড়ুয়ারা হল শৌভিক দাস (১১), ইশিকা মণ্ডল (৭) এবং আরীন দাস (৯)। তিন জনেই ওই এলাকারই বাসিন্দা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Uluberia Pool Car Accident: স্কুলে ঝুলছে তালা, পুলকার দুর্ঘটনায় শিশুদের মৃত্যুর দায় স্কুল কর্তৃপক্ষের, দাবি মৃত শিশুর মায়ের
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement