সম্পূর্ণ ফ্রি! আর কলকাতা ছুটতে হবে না, এবার জেলাতেই পাওয়া যাবে 'এই' চিকিৎসা পরিষেবা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
মেডিক্যাল কলেজের শিশু বিভাগের চিকিৎসক অনুপম সিনহা বলেন, এই রোগের দ্রুত চিকিৎসা করা প্রয়োজন
তমলুক, সৈকত শীঃ উন্নত চিকিৎসা পরিষেবা পেতে কলকাতা সহ অন্যান্য বড় শহরে ছুটতে হয় জেলার মানুষদের। তবে এবার আর ‘মহানগরী’ যেতে হবে না। পূর্ব মেদিনীপুর জেলাতেই পাওয়া যাবে ডায়াবেটিস টাইপ ওয়ান রোগের চিকিৎসা। এই রোগীদের আর যেতে হবে না কলকাতায়। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড হাসপাতালে চালু হল শিশুদের ডায়াবেটিস চিকিৎসা পরিষেবা।
মূলত বারবার প্রস্রাব করতে যাওয়া, ওজন কমে যাওয়া, খাবারের চাহিদা বেড়ে গেলেই প্রাথমিকভাবে রক্ত পরীক্ষা করা প্রয়োজন। এরপর ডায়াবেটিস ধরা পড়লে দ্রুততার সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা পরিষেবা নেওয়া উচিত। এতদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তের মানুষদের ডায়াবেটিস টাইপ ওয়ান রোগের চিকিৎসা পরিষেবার জন্য কলকাতার বেসরকারি হাসপাতাল বা বিভিন্ন মেডিক্যাল কলেজগুলিতে যেতে হত। কিন্তু বর্তমানে সরকারি উদ্যোগে জেলাতেই ডায়াবেটিস টাইপ ওয়ানের চিকিৎসা পরিষেবা চালু করা হল। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড হাসপাতালে এই পরিষেবা চালু হল।
advertisement
আরও পড়ুনঃ ফোনে বুঁদ, বইয়ে জমছে ধুলো! পড়ুয়াদের গ্রন্থাগারমুখী করতে বীরভূমে অভিনব উদ্যোগ
মেডিক্যাল কলেজের শিশু বিভাগের চিকিৎসক অনুপম সিনহা বলেন, এই রোগের দ্রুত চিকিৎসা করা প্রয়োজন। না হলে ভবিষ্যতে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারে। ইনসুলিন সহ সমস্ত পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এখান থেকেই দেওয়া হচ্ছে।
advertisement
প্রিন্সিপ্যাল শর্মিলা মল্লিক জানান, প্রাপ্তবয়স্কদের ডায়াবেটিস চিকিৎসা পরিষেবা চালু থাকলেও শিশুদের জন্য আজ থেকে ডায়াবেটিস পরিষেবা চালু হল। জেলার মানুষ খুবই উপকৃত হবেন। প্রথম দিনই প্রায় ১০ জন রোগী এসেছেন। আশা করছি, আগামী দিনে আমরা এই পরিষেবা সাফল্যের সঙ্গে দিতে পারব।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড হাসপাতালে ডায়াবেটিস টাইপ ওয়ান রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেওয়া হবে। প্রথম দিনই উদ্বোধনের পর জেলার প্রায় ১০ জন রোগী চিকিৎসা পরিষেবা নিতে আসেন। পূর্ব মেদিনীপুরে এই চিকিৎসা পরিষেবা চালু হওয়ায় জেলার মানুষদের অর্থ ও সময় দুই বাঁচবে। জেলার একমাত্র গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে এই পরিষেবা চালু হওয়ায় খুশি জেলার সাধারণ মানুষ থেকে রোগীর পরিবার পরিজনেরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 5:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সম্পূর্ণ ফ্রি! আর কলকাতা ছুটতে হবে না, এবার জেলাতেই পাওয়া যাবে 'এই' চিকিৎসা পরিষেবা