ATM Fraud: রাতারাতি অ্যাকাউন্ট ফাঁকা! এটিএমের সুইচে আঠালো জিনিস লাগিয়ে..! জালিয়াতি কাণ্ডে গ্রেফতার ২
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
ATM Fraud: এটিএম জালিয়াতির সঙ্গে যুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে হরিণঘাটা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা, বেশ কিছু সোনা-রুপোর গয়না এবং একাধিক এটিএম কার্ড উদ্ধার হয়েছে
নদিয়া, রঞ্জিত সরকারঃ এটিএম জালিয়াতি কাণ্ডে দুই যুবক গ্রেফতার। তাঁদের কাছ থেকে নগদ টাকা, গয়না, বেশ কিছু এটিএম কার্ড ও দু’টি দামি চারচাকা গাড়ি উদ্ধার হয়েছে। এটিএম জালিয়াতির সঙ্গে যুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে হরিণঘাটা থানার পুলিশ। তাঁদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি এলাকায়।
ধৃতদের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা, বেশ কিছু সোনা-রুপোর গয়না এবং একাধিক এটিএম কার্ড উদ্ধার হয়েছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে পুলিশ জানায়, ধৃতরা অভিনব কায়দায় প্রতারণা চালাতেন। আগে থেকেই এটিএমের ভিতর গিয়ে সুইচে আঠা জাতীয় বস্তু লাগিয়ে দিতেন। ফলে সাধারণ গ্রাহক টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়তেন। সেই সময় ধৃতরা সাহায্যের নামে এগিয়ে এসে গ্রাহকের কাছ থেকে পিন নম্বর জেনে নিয়ে চুপিসারে এটিএম কার্ড বদলে দিতেন। এরপর রাতারাতি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতেন তাঁরা।
advertisement
আরও পড়ুনঃ জল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ! হাতেনাতে ধরল পুলিশ, বাংলাদেশি মহিলা সহ পাচারকারী গ্রেফতার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলার অভিযোগের ভিত্তিতে এই জালিয়াতির সূত্র ধরতে সক্ষম হয় হরিণঘাটা থানার পুলিশ। ওই মহিলার অ্যাকাউন্ট থেকে প্রায় এক লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছিল।
advertisement
তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত এবং শেষ পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 6:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ATM Fraud: রাতারাতি অ্যাকাউন্ট ফাঁকা! এটিএমের সুইচে আঠালো জিনিস লাগিয়ে..! জালিয়াতি কাণ্ডে গ্রেফতার ২