দিঘার পর এবার মন্দারমণি, জলে ডুবে মৃত্যু ২ পর্যটকের
Last Updated:
#মন্দারমণি: মন্দারমণি সমুদ্র সৈকতে জলে ডুবে মৃত্যু হল ২ পর্যটকের। যাদের মধ্যে একজন মহিলাও রয়েছে। মৃতেরা হল আলোলিকা চক্রবর্তী (৩০), অর্ক চক্রবর্তী (৩২)। এদের বাড়ি মালদার ইংলিশবাজারের রিজেন্ট পার্কে।
ডুবতে বসা পর্যটকদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কাঁথিতে পাঠানো হয়েছে। তাঁর নাম উদ্দালক ভট্টাচার্য (২৭)। এই যুবক কলকাতার বাসিন্দা বলে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে। ওই যুবক পেশায় কলকাতার মিডিয়া হাউসের সাংবাদিক বলে খবর।
রবিবার বেলা ১১টা নাগাদ এই ৩ জন মন্দারমণির সমুদ্র সৈকতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়। পরে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন
পুলিশ জানিয়েছে, এরা ৪ জনের দল আজই মন্দারমণিতে বেড়াতে আসে। এদের মধ্যে ১ জন জলে নামেনি। তাঁর চোখের সামনেই ৩ জন জলে ডুবে যায়। তবে উদ্ধার হওয়া যুবকের অবস্থাও আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
advertisement
পুলিশ মৃতদেহগুলিকে উদ্ধার করে বড়রাংকুয়া হাসপাতালে পাঠিয়েছে। পরে দেহগুলি ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 24, 2018 6:13 PM IST