দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি, জানাল আলিপুর
Last Updated:
প্রবল তাপ প্রবাহের হাত থেকে দক্ষিণবঙ্গ কয়েকদিন হয়েছে মুক্তি পেয়েছে ৷ দগেদগে গরম আর প্যাচ প্যাচে ঘামে নাজেহাল রাজ্যবাসী ৷ তবেই এরই মাঝে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত জুড়িয়েছে প্রাণ এনেছে স্বস্তির নিঃশ্বাস ৷ একধাক্কায় নেমেছে অনেকটাই তাপমাত্রা ৷
#কলকাতা: প্রবল তাপ প্রবাহের হাত থেকে দক্ষিণবঙ্গ কয়েকদিন হয়েছে মুক্তি পেয়েছে ৷ দগেদগে গরম আর প্যাচ প্যাচে ঘামে নাজেহাল রাজ্যবাসী ৷ তবে এরই মাঝে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত জুড়িয়েছে প্রাণ, এনেছে স্বস্তির নিঃশ্বাস ৷ এক ধাক্কায় নেমেছে অনেকটাই তাপমাত্রা ৷ তবে এখনও ভ্যাপসা গরম থেকে মুক্তি পায়নি রাজ্যবাসী, বিশেষত দক্ষিণবঙ্গ ৷
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে বৃষ্টির পথে বাধা আর নেই ৷ সক্রিয় হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ৷ তারই হয়ত রেশ পড়তে চলছে সমগ্র উত্তর থেকে দক্ষিণবঙ্গে ৷ এমনিতেই সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে রাজ্য ৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায় কয়েক পশলা হাল্কা থেকে মাঝারি বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷
advertisement
advertisement
তবে এই বৃষ্টিপাত থেকে বঞ্চিত হবেনা উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ৷ এই সব জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস ৷ এমনিতেই বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় জনজীবন বিপর্যস্ত হয়েছে ৷ ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের ৷
Location :
First Published :
June 24, 2018 1:06 PM IST