দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি, জানাল আলিপুর

Last Updated:

প্রবল তাপ প্রবাহের হাত থেকে দক্ষিণবঙ্গ কয়েকদিন হয়েছে মুক্তি পেয়েছে ৷ দগেদগে গরম আর প্যাচ প্যাচে ঘামে নাজেহাল রাজ্যবাসী ৷ তবেই এরই মাঝে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত জুড়িয়েছে প্রাণ এনেছে স্বস্তির নিঃশ্বাস ৷ একধাক্কায় নেমেছে অনেকটাই তাপমাত্রা ৷

#কলকাতা: প্রবল তাপ প্রবাহের হাত থেকে দক্ষিণবঙ্গ কয়েকদিন হয়েছে মুক্তি পেয়েছে ৷ দগেদগে গরম আর প্যাচ প্যাচে ঘামে নাজেহাল রাজ্যবাসী ৷ তবে এরই মাঝে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত জুড়িয়েছে প্রাণ, এনেছে স্বস্তির নিঃশ্বাস ৷ এক ধাক্কায় নেমেছে অনেকটাই তাপমাত্রা ৷ তবে এখনও ভ্যাপসা গরম থেকে মুক্তি পায়নি রাজ্যবাসী, বিশেষত দক্ষিণবঙ্গ ৷
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে বৃষ্টির পথে বাধা আর নেই ৷ সক্রিয় হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ৷ তারই হয়ত রেশ পড়তে চলছে সমগ্র উত্তর থেকে দক্ষিণবঙ্গে ৷ এমনিতেই সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে রাজ্য ৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায় কয়েক পশলা হাল্কা থেকে মাঝারি বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷
advertisement
advertisement
তবে এই বৃষ্টিপাত থেকে বঞ্চিত হবেনা উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ৷ এই সব জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস ৷ এমনিতেই বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় জনজীবন বিপর্যস্ত হয়েছে ৷ ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি, জানাল আলিপুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement