পুলিশের পোশাকেই হাজির অবৈধ মন্দির উদ্বোধনে, অংশ নিলেও যজ্ঞেও, বিতর্ক তুঙ্গে
Last Updated:
#হাওড়া:এ যেন গোদের ওপর বিষফোঁড়া। রেলের জমিতে মন্দির। অথচ রেলের অনুমতি নেই। সেই মন্দিরের উদ্বোধনে হাজির হাওড়ার দুই পুলিশকর্তা। পুলিশের পোশাক পড়েই। দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন মন্ত্রী অরূপ রায়।
জাঁকজমক করে চলছে মন্দিরের উদ্বোধন। পুলিশের পোশাক পরেই যজ্ঞে আহুতি দিচ্ছেন দুই পুলিশ কর্তা। একজন আইপিএস অফিসার, হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি অনন্ত নাগ। তাঁর দোসর বি গার্ডেন থানার আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায়।উপস্থিত একাধিক বিজেপি নেতাও।
এই ছবি ঘিরেই ধুন্ধুমার। পুলিশের ইউনিফর্ম পড়ে কীভাবে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিলেন পুলিশকর্তারা! তাতে অবশ্য হেলদোল নেই পুজোর অন্যতম উদ্যোক্তা রাজ্য বিজেপি যুব মোর্চার সহ সভাপতি উমেশ রায়ের।ছবি দেখে বেজায় চটেছেন মন্ত্রী অরূপ রায়।
advertisement
advertisement
বিতর্কের শেষ এখানেই নয়। রেলের জমিতে মন্দির। অথচ রেলের অনুমতিই নেই।মন্দিরই বেআইনি। আর সেই বেআইনি মন্দিরের উদ্বোধনেই কিনা হাজির খোদ ডিসি, আইসি! হাওড়ার পুলিশ কমিশনার বিশাল গর্গ ইতিমধ্যেই কথা বলেছেন ডিসি অনন্ত নাগের সঙ্গে। শুরু হয়েছে তদন্ত।
আরও দেখুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2019 12:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশের পোশাকেই হাজির অবৈধ মন্দির উদ্বোধনে, অংশ নিলেও যজ্ঞেও, বিতর্ক তুঙ্গে