Road Accident: বিকট আওয়াজ, মুহূর্তে সব শেষ...! দুর্ঘটনায় মর্মান্তিক মৃ*ত্যু ২ জনের, শোক-হাহাকার পরিবারে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Road Accident: মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ও সাগরপাড়াতে পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটল দু'জনের। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় দুই এলাকায়।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ও সাগরপাড়াতে পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটল দু’জনের। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় দুই এলাকায়। জানা গিয়েছে, সাগরপাড়ার সিপাহীরচক এলাকায় বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম, সুব্রত প্রামাণিক বয়স (২৪) বছর। বাড়ি সাগরপাড়া থানার বারোমাসিয়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুব্রত প্রামাণিক মোটর সাইকেল চেপে রাজমিস্ত্রির কাজ করে বাড়ি ফিরছিল। সে মহিষমারী এলাকায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিল বলে জানা যাচ্ছে। সিপাহীরচক এলাকায় শনি মন্দির সংলগ্ন এলাকায় রাস্তায় বাঁক রয়েছে। সেখানেই বাসের তলায় ঢুকে যায় সুব্রতর বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয়। বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে জল ঢেলে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিবারের সদস্যরা গিয়ে কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। দুর্ঘটনার জেরে রাস্তায় জানজটের সৃষ্টি হয়।
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময়…! কর্কট রাশিতে বুধের গমনে কপাল পুড়বে ৪ রাশির, বিরাট আর্থিক ক্ষতি, জীবন উথাল-পাথাল
advertisement
অন্যদিকে, হরিহরপাড়া থানার গাড়ি নামা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটি চালকের। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম কুদ্দুস হোসেন (৫৬)। বাড়ি হরিহরপাড়া থানার রুকুনপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজকে সকালে কুদ্দুস হোসেন স্কুটি করে বহরমপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাঁর স্কুটিতে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন কুদ্দুস হোসেন।
advertisement
আরও পড়ুন-শিশুর মাথায় দু’টি ঘূর্ণি? সৎ না অসৎ! কেমন হয় এদের স্বভাব-চরিত্র? জেনে নিন জ্যোতিষীর কাছ থেকে
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ট্রেকারটিকে আটক করেছে এবং চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পথ দুর্ঘটনায় মৃত দুইজনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলেই জানা গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2025 1:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: বিকট আওয়াজ, মুহূর্তে সব শেষ...! দুর্ঘটনায় মর্মান্তিক মৃ*ত্যু ২ জনের, শোক-হাহাকার পরিবারে