Accident Death: মুহূর্তে পিষে দিল...! রক্তে ভাসল চারপাশ, ঘটনাস্থলেই মৃ*ত ২, গুরুতর আহত আরও দু'জন

Last Updated:

Accident Death: ফের ভয়ঙ্কর দুর্ঘটনা৷ হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের আটঘরা সংলগ্ন বটতলা এলাকায় ঘটনাটি ঘটেছে৷ চারজনের মধ্যে দু'জনের ঘটনাস্থলে মৃত্যু হয়৷

স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ওই পুলিশকর্মীকে উদ্ধার করে মালদহে মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ওই পুলিশকর্মীকে উদ্ধার করে মালদহে মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হাড়োয়া: ফের ভয়ঙ্কর দুর্ঘটনা৷ হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের আটঘরা সংলগ্ন বটতলা এলাকায় ঘটনাটি ঘটেছে৷ স্থানীয় সূত্রে জানা যায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনায় গুরুতর আহত হয় দুটি বাইকে থাকা চার বাইক আরোহী।
চারজনের মধ্যে দু’জনের ঘটনাস্থলে মৃত্যু হয়৷ আরিফ মিস্ত্রী (বয়স ২০) আকাশ মোল্লা (বয়স ১৮) ,বাড়ি দেগঙ্গা থানার ফুলতলা চাঁদপুর এলাকায়। পুলিশ ও স্থানীয়দের সাহায্যে আহতদের দ্রুত উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাদেরকে অন্যত্র স্থানান্তর করেন।
advertisement
advertisement
দ্রুতগতির দুটি বাইকের হঠাৎ মুখোমুখি সংঘর্ষ ঘটে তারপর ঘটনাস্থলে বাইরে থাকা সকলেই ছিটকে পড়ে যায় এবং গুরুতরভাবে রক্তাক্ত হয় প্রত্যেকেরই গুরুতর আঘাত লাগে বলে জানাচ্ছেন স্থানীয়রা৷ যদিও কীভাবে ঘটল এই দুর্ঘটনা? তা জানতে ইতিমধ্যেই পুরো ঘটনার অনুসন্ধান শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।
জিয়াউল আলম
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident Death: মুহূর্তে পিষে দিল...! রক্তে ভাসল চারপাশ, ঘটনাস্থলেই মৃ*ত ২, গুরুতর আহত আরও দু'জন
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement