বাছুরকে মারা নিয়ে প্রতিবেশীদের ঝগড়া, বৃদ্ধকে খুঁটিতে বেঁধে ইট দিয়ে ঠুকে ভাঙা হল দাঁত

Last Updated:

নির্যাতিত ওই ব্যক্তির অভিযোগ, তাঁকে বেঁধে রাখা হয়েছিল এবং ইট ছোড়া হয়েছিল তাঁর দিকে ৷ এমনকি ইট দিয়ে ঠুকে দাঁত ভেঙে দেওয়ারও অভিযোগ ওঠে।

Supratim Das
#দুবরাজপুর: বীরভূমের দুবরাজপুর থানা এলাকার লাগোয়া গ্রামে বাছুরকে মারা নিয়ে বচসার শুরু দুই প্রতিবেশীর সঙ্গে। পরে তা মারামারির রূপ নিল।
গতকাল রাতের বেলায় দুই প্রতিবেশী, একে অপরের বিরুদ্ধে হামলার  অভিযোগ করেন। এক পক্ষের প্রতিবেশীকে অপর পক্ষের প্রতিবেশীরা পোলে বেঁধে মারধোর করে বলে অভিযোগ। নির্যাতিত ওই ব্যক্তির অভিযোগ, তাঁকে বেঁধে রাখা হয়েছিল এবং ইট ছোড়া হয়েছিল তাঁর দিকে ৷ এমনকি ইট দিয়ে ঠুকে দাঁত ভেঙে দেওয়ারও অভিযোগ ওঠে। এক যুবকের হাতও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷
advertisement
advertisement
খবর পেয়ে গ্রামে পৌছায় বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ ৷ পুলিশ গিয়ে সংঘর্ষ থামিয়ে আহতদের উদ্ধার করে। ঘটনায় আহত ৬ জন, তাঁদের প্রথমে দুবরাজপুর গ্রামীন হাসপাতাল ও পরে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠায় পুলিশ। জানা গিয়েছে, ওই দুই প্রতিবেশী একে অপরের আত্মীয়। এর আগেও বেশ কয়েকবার তাঁদের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে বচসার ঘটনা ঘটেছে ৷ তবে এই ধরনের বড়সড় সংঘর্ষের ঘটনা এই প্রথম ঘটল। এই ঘটনায় বীরভূমের দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আহত প্রতিবেশীরা। অন্যান্য প্রতিবেশীরা জানিয়েছে, গতকাল রাতে হঠাৎ করেই সংঘর্ষ বেধে যায় ওই দুই প্রতিবেশীর মধ্যে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাছুরকে মারা নিয়ে প্রতিবেশীদের ঝগড়া, বৃদ্ধকে খুঁটিতে বেঁধে ইট দিয়ে ঠুকে ভাঙা হল দাঁত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement