Motorcycle Accident: একই দিনে জোড়া মোটরসাইকেল দুর্ঘটনা, উলুবেড়িয়ায় দুই যুবকের মর্মান্তিক পরিণতি!
- Published by:Debamoy Ghosh
- local18
Last Updated:
তকাল রাত দশটা নাগাদ ৫৮ গেটের দিক থেকে উলুবেড়িয়ার দিকে আসছিল একটি মোটরসাইকেল৷ তখনই উল্টো দিক থেকে আসা একটি বিয়ে বাড়ির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা মারে৷
একই দিনে উলুবেড়িয়ায় দুটি আলাদা আলাদা বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের৷ প্রথম দুর্ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার শ্যামপুর রোডে৷ দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে জয়পুরের সাবগাছতলা এলাকায়৷
প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল রাত দশটা নাগাদ ৫৮ গেটের দিক থেকে উলুবেড়িয়ার দিকে আসছিল একটি মোটরসাইকেল৷ তখনই উল্টো দিক থেকে আসা একটি বিয়ে বাড়ির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা মারে৷ গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন মোটরসাইকেলে থাকা দুই যুবক৷
স্থানীয় বাসিন্দারাই দুই যুবককে গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ সেখানেই উত্তর চব্বিশ পরগণার আমডাঙার বাসিন্দা শৌভিক প্রামাণিক নামে এক যুবকের মৃত্যু হয়৷ জানা গিয়েছে, মৃত যুবক এবং তাঁর সঙ্গী হুগলির বাসিন্দা আরও এক যুবক কাজ সেরে মোটরসাইকেলে উলুবেড়িয়ার দিকে ফিরছিলেন৷ বিয়ে বাড়ির ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ৷
advertisement
advertisement
এর পাশাপাশি হাওড়ার জয়পুর সাবগাছতলা এলাকায় গতকাল রাত নটা নাগাদ একটি টোটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক যুবকের৷ এই দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন টোটো যাত্রীও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 29, 2025 10:56 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Motorcycle Accident: একই দিনে জোড়া মোটরসাইকেল দুর্ঘটনা, উলুবেড়িয়ায় দুই যুবকের মর্মান্তিক পরিণতি!









