North 24 Parganas News: এ কী কাণ্ড...! ধরাধামে পিকনিকে মাতলেন স্বয়ং ভগবান, দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ

Last Updated:

North 24 Parganas News: নতুন বছরের শুরুতেই ধরাধামে পিকনিকে মাতলেন স্বয়ং ভগবান! খাওয়া-দাওয়া আনন্দ উৎসব, সব কিছুরই আয়োজন ছিল ভগবানের পিকনিকে।

+
গোপালের

গোপালের বনভোজন

উত্তর ২৪ পরগনা: নতুন বছরের শুরুতেই ধরাধামে পিকনিকে মাতলেন স্বয়ং ভগবান! খাওয়া-দাওয়া আনন্দ উৎসব, সব কিছুরই আয়োজন ছিল ভগবানের পিকনিকে। রান্নায় ছিল নানা ধরনের সুস্বাদু নিরামিষ পদ। আর এই পিকনিক দেখতেই দূর-দূরান্ত থেকে মানুষজন হাজির হলেন সীমান্ত শহর বনগাঁয়।
নতুন বছরকে স্বাগত জানাতে যখন নাচ গান আনন্দর পাশাপাশি কেউ ঘুরতে যান চিড়িয়াখানা, কেউ আবার পার্কে, অনেকে যেমন করে থাকেন পিকনিক, ঠিক তেমন ভাবেই এদিন বনভোজনে অংশ নিলেন প্রায় ২০০টি গোপাল ঠাকুর। এদিন গোপালের বনভোজন ও মিলন উৎসব ঘিরেই রীতিমতো উৎসবের চেহারা নিল সীমান্ত শহর।
advertisement
advertisement
বনগ্রাম হরিভক্তি প্রচারণী সভার উদ্যোগে হরিনাম সংকীর্তনে মধ্যে দিয়ে এই ভগবান গোপালের বনভোজন মহোৎসব পালন করা হয়। ভোগ প্রসাদেও ছিল নানা খিচুড়ি পায়েস-সহ সুস্বাদু খাবার। সব শেষ ভগবান গোপালের নামে উৎসর্গ করা ভোগ বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে।
advertisement
এদিনের এই ভগবানের বন মহোৎসব দেখতেই দূর-দূরান্ত থেকে সকল বয়সের মানুষ হাজির হয়েছিলেন বনগাঁয়। হরেক রকমের সাজ পোশাক ও অলংকারে সেজে নিজ নিজ গৃহ দেবতারা হাজির হয়েছিলেন এই পিকনিকে। দেবতাদের এই বনমহোৎসবে শামিল হয়ে আনন্দে মাতলেন ভক্তরাও।
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: এ কী কাণ্ড...! ধরাধামে পিকনিকে মাতলেন স্বয়ং ভগবান, দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement