সাইকেলে চেপে কেদারনাথ! পরনে গেরুয়া পোশাক, ভোলেবাবার নাম নিয়ে যাত্রা শুরু অশোকনগরের দুই বন্ধুর
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
তেরঙ্গা পতাকা ও গেরুয়া বসনে ভোলেনাথের নাম উচ্চারণ করে প্যাডেল শুরু করেন দুই বন্ধু
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ কেদারনাথের পথে অশোকনগরের দুই বন্ধু। বন্ধুত্বের জন্য হাতে হাত ধরে তিন হাজার কিলোমিটারের দুর্গম পথ পাড়ি দেবেন সাইকেলে। জানা গিয়েছে, অশোকনগর কল্যাণগড় পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের খোজদেলপুর এলাকার দুই বন্ধু অর্জুন প্রামাণিক ও শুভজিৎ কায়পুত্র ছোটবেলা থেকেই পরস্পরের সঙ্গী। এলাকার বিপদ-আপদ থেকে শুরু করে আনন্দ-উৎসব, সর্বত্রই দু’জনের একত্র উপস্থিতি দেখা যায়। এবার সেই বন্ধুত্বের বন্ধনকেই শক্ত প্রমাণ করতে স্বাধীনতা দিবসের দিন প্রায় তিন মাসের জন্য পরিবার ছেড়ে বেরিয়ে পড়লেন তাঁরা।
সাইকেলে চেপে প্রায় তিন হাজার কিলোমিটারের দুর্গম পাহাড়ি পথ পাড়ি দেবেন অশোকনগরের এই দুই বন্ধু। তাঁদের লক্ষ্য কেদারনাথ সহ পঞ্চকেদার দর্শন। রাস্তায় বিভিন্ন পেট্রোল পাম্পে থেমে বা টেন্ট খাটিয়ে রাত্রিযাপন করবেন অর্জুন ও শুভজিৎ।
আরও পড়ুনঃ জন্মাষ্টমীতে উমার আগমনী বার্তা! ঘণ্টা-শঙ্খে মুখরিত আশ্রম, দৃশ্য দেখলে মন ভালো হয়ে যাবে
প্রতিদিনের ব্যবহারের সাইকেল সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছেন এই দুই যুবক। তেরঙ্গা পতাকা ও গেরুয়া বসনে ভোলেনাথের নাম উচ্চারণ করে প্যাডেল শুরু করেন তাঁরা। দেশ ভ্রমণের ইচ্ছে ছিল, সাংসারিক চাপে সেই সামর্থ্য হয়ে ওঠেনি। তাই কেদারনাথ যাওয়ার সিদ্ধান্ত নেন অর্জুন। এই যাত্রায় বন্ধুকে তো আর একা ছাড়া যায় না! তাই বাধ্য হয়ে শুভজিৎও যাত্রাপথের সঙ্গী হলেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবার-পরিজন শুরুতে আপত্তি করলেও, পরস্পরের উপর আস্থা থাকায় ও অর্জুন-শুভজিতের বন্ধুত্বকে মর্যাদা দিতে শেষ পর্যন্ত অনুমতি মেলে। এদিন তাঁদের যাত্রা শুরুর মুহূর্তে উপস্থিত থেকে এলাকার শতাধিক মানুষ শুভেচ্ছা জানান। অনেকেই ভোলেনাথের উদ্দেশে দক্ষিণা ও মনস্কামনা তুলে দিয়েছেন দুই বন্ধুর হাতে, যেন তাঁদের মারফত পূর্ণ হয় প্রার্থনা। মা ও সন্তানকে রেখে পথে বেরনো এই দুই বন্ধুর যাত্রা যেন প্রমাণ করে বিপদে-আপদে বন্ধু পাশে থাকলে অসম্ভবকেও জয় করা সম্ভব। কবে দুই সাহসী বন্ধু সাফল্যের সঙ্গে কেদার ধাম জয় করে ফিরে আসবেন, আপাতত সেই অপেক্ষাতেই রয়েছে এলাকাবাসী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 16, 2025 6:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাইকেলে চেপে কেদারনাথ! পরনে গেরুয়া পোশাক, ভোলেবাবার নাম নিয়ে যাত্রা শুরু অশোকনগরের দুই বন্ধুর