South 24 Parganas News: নদীতে স্নানে নেমে আর উঠল না দুই বন্ধু, চাঞ্চল্য এলাকায়
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
নদীতে স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে গেল দুই বন্ধু
দক্ষিণ ২৪ পরগনা: হুগলি নদীতে স্নান করতে নেমে আর উঠল না দুই বন্ধু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আখড়ায়। ঘটনার পর দুই বন্ধুর খোঁজে নদীতে তল্লাশি করছে পুলিশ। মহেশতলা পৌরসভার সাত ওয়ার্ড রবীন্দ্রনগর থানার অন্তর্গত আখড়া তারামা ঘাটে হুগলি নদীতে ওই দুই বন্ধু স্নান করতে গিয়েছিল। এরপর নদীতে নামার পরই তলিয়ে যায় দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রবীন্দ্রনগর থানার পুলিশ।
এরপর স্থানীয়দের সাহায্যে নদীতে নৌকা নামিয়ে চলে দুই বন্ধুর খোঁজে তল্লাশি। তবে প্রায় তিন ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তাদের। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
advertisement
নিখোঁজ দুই যুবকের বাড়ি মেটিয়াবুরুজ থানার অন্তর্গত ধানক্ষেতি এলাকায়। দুই বন্ধুর নাম মহম্মদ গোলাম রসুল ও মহম্মদ ইরফান। দুজনের বয়স আনুমানিক ২০ থেকে ২১ বছর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার পর থেকে কান্নায় ভেঙে পড়ছে গোলাম রসুলের মা। নিখোঁজ ছেলেকে ফিরে পেতে নদীর পাড়ে বসে রয়েছেন তিনি। স্থানীয়রা এসে সেখানেজড়ো হয়েছে। তবে এখনও খোঁজ মেলেনি তাদের। নদীতে জোয়ারের জন্য এই ঘটনা ঘটেছে। তবে সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 05, 2025 1:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: নদীতে স্নানে নেমে আর উঠল না দুই বন্ধু, চাঞ্চল্য এলাকায়