বড় বড় গর্ত, রাস্তা যেন 'মরণফাঁদ'! সংস্কারের কাজে নেমে পড়লেন দুই সিভিক ভলেন্টিয়ার

Last Updated:

বহুদিন ধরেই রাস্তায় বড় বড় গর্ত ছিল, বর্ষার জলে সেই গর্তগুলি আরও বিপজ্জনক হয়ে ওঠে

+
রাস্তা

রাস্তা সংস্কারে উদ্যোগী দুই সিভিক ভলেন্টিয়ার

খড়গ্রাম, মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: প্রাকৃতিক দুর্যোগের জেরে রাস্তা বেহাল। এবার সংস্কারে উদ্যোগী হলেন দুই সিভিক ভলেন্টিয়ার। নিজেরা উদ্যোগ নিয়ে মুর্শিদাবাদের খড়গাম ব্লকের অন্তর্গত ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের বেহাল রাস্তা সংস্কারে হাত লাগালেন তাঁরা। ইট দিয়ে ভরে দিলেন গর্ত।
বৃষ্টির জেরে ঝিল্লিতে চাষের জমি জলের তলায়, রাস্তার অবস্থাও খারাপ। এর জেরে ছোটখাটো দুই-একটি দুর্ঘটনাও ঘটেছে বলে খবর। এবার জনসাধারণের সুবিধার্থে খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদারের নেতৃত্বে দুই সিভিক ভলেন্টিয়ার রাস্তা মেরামতের কাজে এগিয়ে এলেন। এদিন তৎপরতার সঙ্গে নিজেরাই হাতে কোদাল তুলে নিয়ে রাস্তা সংস্কারের কাজে লেগে পড়েন তাঁরা।
আরও পড়ুনঃ জাতীয় স্তরে বাজিমাত বাংলার ছেলের! ক্যারাটেতে সোনা-রূপো জিতলেন মুর্শিদাবাদের মাহির
ঝিল্লি থেকে খড়গ্রাম ব্লকের দূরত্ব বেশ অনেকখানি। ফলে যে কোনও কাজে সাধারণ মানুষকে অনেকটা ঘুরে খড়গ্রাম পৌঁছতে হয়। দুর্যোগের জেরে এই রাস্তার অবস্থাই বেহাল। বহুদিন ধরেই বড় বড় গর্ত ছিল। বর্ষার জলে সেই গর্তগুলি আরও বিপজ্জনক হয়ে ওঠে। অবশেষে এগিয়ে এলেন দু’জন সিভিক ভলেন্টিয়ার। তাঁদের এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
এলাকাবাসী বলেন, যেখানে অনেক সময় আমরা প্রশাসনের দিকে তাকিয়ে থাকি, সেখানে পুলিশ নিজে উদ্যোগ নিয়ে কাজ করায় আমরা সত্যিই কৃতজ্ঞ। অন্যদিকে পুলিশ জানাচ্ছে, বেহাল রাস্তার কারণে রোজই কেউ না কেউ ছোটোখাটো দুর্ঘটনার শিকার হচ্ছিলেন। তাই আর দেরি না করে নিজেরাই সামান্য মেরামতের কাজ করে পথ চলার উপযুক্ত করে তোলার চেষ্টা করেছি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খড়গ্রামের এই দৃষ্টান্ত যেন প্রমাণ করে, পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষা করেই থেমে থাকেন না- মানবিক মুখ নিয়ে সাধারণ মানুষের পাশেও দাঁড়ান। খড়গ্রাম থানার ওসির নেতৃত্বে সিভিক ভলেন্টিয়ারদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বড় বড় গর্ত, রাস্তা যেন 'মরণফাঁদ'! সংস্কারের কাজে নেমে পড়লেন দুই সিভিক ভলেন্টিয়ার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement