North 24 Parganas News: স্নান করতে নেমে খোঁজ নেই...জলে ভেসে উঠল দুই নিথর ছোট্ট প্রাণ! বিয়ে বাড়ির আনন্দ বদলে গেল কান্নার রোলে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
বিয়ে বাড়িতে হঠাৎই নামল শোকের ছায়া, আনন্দের মাঝেই ঘটল এমন কাণ্ড
উত্তর ২৪ পরগনা: বিয়ে বাড়িতে হঠাৎই নামল শোকের ছায়া, আনন্দের মাঝেই জলে ডুবে মৃত্যু দুই শিশুর। এদিন স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিথারী উত্তরপাড়ার ঘটে এই মর্মান্তিক ঘটনা। জানা যায়, গ্রামে মফিজুল সর্দারের মেয়ের বিবাহ উপলক্ষে পিসির বাড়িতে এসেছিল দুই শিশু। পুকুরে স্নান করতে নেমে দুজনেরই মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।
বনগাঁর গোপালনগর এলাকার বেলতা গ্রামের বাসিন্দা দুই শিশু থাকতো ঠাকুরমার কাছেই। ঠাকুরমার সঙ্গেই পিসির বাড়িতে অনুষ্ঠানে এসেছিল। এক নাবালক এবং নাবালিকার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার। সূত্রের খবর, অনুষ্ঠানের মাঝেই এদিন পুকুরে স্নান করতে যায় তারা দু’জন। সাঁতার না জানায় ডুবে যায় বলে অনুমান। তাদের অনেকক্ষণ দেখতে না পাওয়ায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন।
advertisement
advertisement
এরপরই পুকুরে তাদের দেহ ভাসতে দেখা যায়। মুহূর্তেই অনুষ্ঠান বাড়িতে নামে শোকের ছায়া। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে আসে স্বরূপনগর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত দুই শিশুর বাবা হামিদ মণ্ডল ও তাদের মা কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন। এখানে তারা দিদা দাদুর কাছেই থাকতেন। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 9:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: স্নান করতে নেমে খোঁজ নেই...জলে ভেসে উঠল দুই নিথর ছোট্ট প্রাণ! বিয়ে বাড়ির আনন্দ বদলে গেল কান্নার রোলে