Bike Accident: ফের রক্তাক্ত সম্প্রীতি উড়ালপুল! গার্ডওয়ালে ধাক্কা... সব শেষ! ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
Bike Accident: চার বন্ধু দু'টি মোটরবাইকে করে সম্প্রীতি উড়ালপুল দিয়ে যাচ্ছিলেন। মহেশতলা থানার জিনজিরা বাজার এলাকায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারে।
দক্ষিণ ২৪ পরগনা: আবারও সম্প্রীতি উড়ালপুলে বাইক দুর্ঘটনা। মৃত্যু হল ২ বাইক আরোহীর। গুরুতর আহত হয়েছেন আরও ২ ব্যক্তি। চার বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের।
এর আগেও এই উড়ালপুলে দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সম্প্রীতি উড়ালপুলে ছোট বড় দুর্ঘটনা প্রায় লেগেই থাকে। এর আগে গত ফেব্রুয়ারিতেও এই উড়ালপুলে দুর্ঘটনায় প্রাণ যায় দু’জনের। নজরদারির অভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে মত স্থানীয়দের। সূত্রের খবর, প্রথমে একটি বাইক গার্ডওয়ালে ধাক্কা মারে, এরপর নিয়ন্ত্রণ হারায় আরও একটি বাইক। তার ফলে দু’জনের মৃত্যু হয়েছে। জখম আরও দু’জন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলেই খবর।
advertisement
আরও পড়ুন: দম্পতি পরিচয় দিয়ে প্রেমিকাকে খুনের পরিকল্পনা! লেক গার্ডেন্সের গেস্ট হাউজে যুবকের সুইসাইড নোট
advertisement
পুলিশ সূত্রে খবর, মৃত এক যুবকের নাম, উজ্জ্বল বল। মৃত এবং জখম মিলিয়ে চারজনই বেহালার পর্ণশ্রীর বাসিন্দা। তবে বাকিদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
চার বন্ধু দু’টি মোটরবাইকে করে সম্প্রীতি উড়ালপুল দিয়ে যাচ্ছিলেন। মহেশতলা থানার জিনজিরা বাজার এলাকায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারে। পিছনে থাকা আরেকটি বাইকও নিয়ন্ত্রণ হারায়। ছিটকে পড়েন চারজনই। তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না। এই ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনায় গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 04, 2024 3:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike Accident: ফের রক্তাক্ত সম্প্রীতি উড়ালপুল! গার্ডওয়ালে ধাক্কা... সব শেষ! ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২










