Crime News: নাবালিকাকে যৌন হেনস্থা! হাতেনাতে ধরা পড়তেই যা হল ২ যুবকের, শুনলে আঁতকে উঠবেন
- Reported by:RAJU SING
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Crime News: নাবালিকাকে যৌন হেনস্থা ও বিদ্বেষ মূলক গালিগালাজ করার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত ধৃত দুই ভাইয়ের বাড়ি বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি এলাকার পচাপানি গ্রামে।
ঝাড়গ্রাম: এক নাবালিকাকে যৌন হেনস্থার ও জাতি বিদ্বেষ মূলক গালিগালাজ করার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত দুই ভাইয়ের নাম শেক জালালউদ্দিন ও শেক আফতাব আলি। এদের বাড়ি বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি এলাকার পচাপানি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁশপাহাড়ি এলাকার এক নাবালিকা রবিবার সন্ধ্যায় টিউশন পড়ে বাড়ি ফেরার সময় নাবালিকাকে মাঝপথে আটক করে দুই ভাই। এরপর ওই নাবালিকাকে যৌন হেনস্থার পাশাপাশি জাত তুলে গালিগালাজ করে বলে অভিযোগ। এরপর নাবালিকা সেখান থেকে কোনও রকম ভাবে দৌঁড়ে পালালে তাঁকে ধাওয়া করে নিয়ে যায় শেক জালালউদ্দিন ও শেক আফতাব আলি।
advertisement
advertisement
এরপর গ্রামের বাড়িতে গিয়ে ওই নাবালিকা ঘটনার কথা সব খুলে বলে ৷ তারপরই বাসিন্দারা এই দুই ভাইকে ধরে নিয়ে আসেন। তাদের বিরুদ্ধে বেলপাহাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
advertisement
অভিযোগ দায়ের হওয়ার পরেই রবিবার রাতে ধৃত দুই ভাইকে গ্রেফতার করেন। ধৃতদের বিরুদ্ধে এসটিএসসি ধারা ও পস্কো ধারায় মামলা রুজু করেন। এদিন সোমবার ধৃত দুই ভাইকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Raju sing
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 27, 2023 12:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: নাবালিকাকে যৌন হেনস্থা! হাতেনাতে ধরা পড়তেই যা হল ২ যুবকের, শুনলে আঁতকে উঠবেন







