Tusu Festival : গরম তেলে হাত ডুবিয়ে তৈরি হয় পিঠে! পুরুলিয়ার টুসু উৎসবে বিরাট আয়োজন
- Published by:Piya Banerjee
- hyperlocal
Last Updated:
Tusu Festival : হাতা খুন্তি নয় ,গরম তেলে হাত ডুবিয়ে ভাজা হয় পিঠে , এক অভিনব টুসু উৎসব পালন হয় এখানে! ভিডিও দেখলে চমকে যাবেন
পুরুলিয়া: শাল পলাশের জেলা পুরুলিয়া। গ্রাম বাংলার এই জেলায় সারা বছরই নানান লোকউৎসব হয়ে থাকে। জঙ্গলমহলের ঘরের উৎসব টুসু। এই উৎসবকে কেন্দ্র করে মেতে ওঠে গোটা জঙ্গলমহল। মকর সংক্রান্তির দিন টুসু বিসর্জন দেন ব্রতীরা। এরপর জেলার বিভিন্ন জায়গাতেই বিভিন্ন নিয়মে এই পরব পালিত হয়। তারই মধ্যে নজর কারে পুরুলিয়ার মুরগুমা জলাধারের পাশে অবস্থিত এই টুসু উৎসব। মকর সংক্রান্তির ঠিক দু-দিন পরে এখানে বসে মেলা।
বহু বছর ধরে এখানে এই উৎসব পালিত হয়ে আসছে। এখানে বনদেবীর আরাধনা করা হয়। আর এখানে সবচেয়ে বড় আকর্ষণ হল গরম তেলে হাত ডুবিয়ে পিঠে তৈরি করা। বনদেবীর কাছে মূল প্রসাদ হিসেবে এই পিঠে দেওয়া হয় এই দিন। বহু-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই উৎসবে শামিল হতে। মানুষের আস্থা ভক্তি ও বিশ্বাসের সঙ্গে মিশে থাকে এই উৎসব।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এ বিষয়ে এই মেলায় আসা ভক্তরা বলেন , প্রতিবছর তারা এই উৎসবের শামিল হন। এখানে গরম তেলে হাত দিয়ে পিঠে তৈরি করা এখানের ঐতিহ্য। এ বিষয়ে বেগুনকোদর অঞ্চল উপপ্রধান অমর মাহাতো বলেন , বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ভিড় করেন। এখানে টুসু প্রতিযোগিতার আয়োজন হয়। এছাড়াও পিঠে সেকা একটি মূল উৎসব যা দেখতে সকলেই ভিড় করেন। এটাই এখানকার প্রধান উৎসব।
advertisement
advertisement
বাংলার এই জেলায় বেশ কয়েকটি লোকোউৎসব রয়েছে যা বিশেষ জায়গা করে নিয়েছে গোটা রাজ্য তথা দেশের মধ্যে। এরকমই এক উৎসব টুসু পরব। আর এই উৎসবে রয়েছে ধর্ম, বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তির বিভিন্ন পর্ব।মানুষের ভক্তি, বিশ্বাসে সবটাই সম্ভব। তাই এই এক অভিনব টুসু মেলার আয়োজন হয় পুরুলিয়ার মুরগুমায়।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2025 8:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tusu Festival : গরম তেলে হাত ডুবিয়ে তৈরি হয় পিঠে! পুরুলিয়ার টুসু উৎসবে বিরাট আয়োজন






