• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • সুন্দরবনের রূপকার তুষার কাঞ্জিলালের জীবনাবাসন

সুন্দরবনের রূপকার তুষার কাঞ্জিলালের জীবনাবাসন

সুন্দরবনের রূপকার তুষার কাঞ্জিলাল, Photo Collected

সুন্দরবনের রূপকার তুষার কাঞ্জিলাল, Photo Collected

বিশ্বের দরবারে সুন্দরবনকে তুলে ধরার জন্য তাঁর অবদান অনস্বীকার্য৷

 • Share this:

  #কলকাতা: সুন্দরবনের রূপকার তুষার কাঞ্জিলালের জীবনাবাসন। গোসাবা দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনের রূপকার তুষার কাঞ্জিলাল আজ, বুধবার জীবনাবাসন হয়।তিনি ১৯৮২ সালে জাতীয় শিক্ষক হিসাবে পদ্মশ্রী পুরস্কারে পুরষ্কৃত হন৷ মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৪ বছর। বুধবার কলকাতায় বাঘা যতীনে মেয়ের বাড়িতে মৃত্যু হয় তার। বুধবার তার মরদেহ গোসাবার রাঙ্গাবেলীয়া আনা হয়। বৃহস্পতিবার তাঁর শেষকৃত সম্পন্ন হবে।

  বুধবার সন্ধ্যায় মরদেহ গোসাবার ঘাটে নিয়ে আসলে অসংখ্য মানুষ উপস্থিত হয়।মোমবাতি জ্বালিয়ে তারা শোক জ্ঞাপন করে। তিনি কলকাতা ছেড়ে গোসাবার রাঙ্গাবেলিয়া স্কুলে শিক্ষক হয়ে আসেন।সেই দিন থেকে তিনি সুন্দরবন বাসিদের নয়নের মণি হয়ে দাড়ান।

  মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাড়ানো থেকে বিনামূল্যে চিকিৎসা এক ফসলি জমিতে কী ভাবে দো ফসলি তিন ফসলি চাষ করা যায়, সবকিছু হাতে করে শিখিয়েছেন তিনি। বিশ্বের দরবারে সুন্দরবনকে তুলে ধরার জন্য তাঁর অবদান অনস্বীকার্য৷

  Published by:Pooja Basu
  First published: