Bardhaman Station: পাচারের আগেই বাজেয়াপ্ত, বর্ধমান স্টেশনে উদ্ধার করা হল ৯৮টি কচ্ছপ, হইচই জেলায়
- Published by:Teesta Barman
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Bardhaman Station: এর আগেও বর্ধমানে প্রচুর সংখ্যক কচ্ছপ উদ্ধার হয়েছে। এই কচ্ছপ এ রাজ্য হয়ে এশিয়ার বিভিন্ন দেশে পাচার হয়। বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, মূলত উত্তরপ্রদেশ থেকে গঙ্গার এই কচ্ছপগুলি পাচার করা হয়।
বর্ধমান: ফের বর্ধমান স্টেশন থেকে কচ্ছপ উদ্ধার করল রেল পুলিশ। বুধবার সকালে ডাউন চম্পট একপ্রেস থেকে উদ্ধার করা হল ৯৮টি কচ্ছপ। ট্রেনের জেনারেল কম্পার্টমেন্ট থেকে মিষ্টি জলের এই কচ্ছপগুলি উদ্ধার করা হয়।
তিনটি পিঠব্যাগে ভরে পাচার করা হচ্ছিল কচ্ছপগুলি। ট্রেনটি বর্ধমান স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এলে তল্লাশি চালায় রেল সুরক্ষা বাহিনী। তখনই সেগুলি উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কচ্ছপগুলি বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
advertisement
বর্ধমান রেলওয়ে স্টেশনে ডাউন চম্বল এক্সপ্রেস থেকে বুধবার সকালে আরপিএফ ৯৮টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে। কচ্ছপগুলোকে পাচারের উদ্দেশ্যে তিনটি পিঠ ব্যাগ ও একটি নাইলনের ব্যাগে ভরে ট্রেনের সিটের নিচে নিয়ে যাওয়া হচ্ছিল। এদিন সকালে আরপিএফ এর কর্তব্যরত অফিসাররা ট্রেনের জেনারেল বগিতে চেকিং করার সময় এই ব্যাগ গুলো দেখতে পায়। যদিও ব্যাগ গুলোর কোনও দাবিদার পাওয়া যায়নি বলেই আরপিএফ সূত্রে জানানো হয়েছে।
advertisement
যেহেতু কচ্ছপ গুলো জীবিত অবস্থায় ছিল তাই বন্য প্রাণ সংরক্ষণ আইন মেনে বর্ধমান বন দপ্তরের রেঞ্জ অফিসারকে বিষয়টি জানায় রেল পুলিশ। এরপর বন দপ্তর থেকে অফিসারেরা পৌঁছে কচ্ছপ গুলোকে রমনা বাগান ফরেস্টে নিয়ে আসে। বন দপ্তর সুত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া কচ্ছপ গুলোকে আপাতত পর্যবেক্ষণে রমনা বাগানেই রাখা হয়েছে। পরবর্তীতে এগুলিকে বিভিন্ন জলাশয়ে ছেড়ে দেওয়া হবে।
advertisement
এর আগেও বর্ধমানে প্রচুর সংখ্যক কচ্ছপ উদ্ধার হয়েছে। এই কচ্ছপ এ রাজ্য হয়ে এশিয়ার বিভিন্ন দেশে পাচার হয়। বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, মূলত উত্তরপ্রদেশ থেকে গঙ্গার এই কচ্ছপগুলি পাচার করা হয়। এর আগে সড়ক পথেও বেশ কয়েকবার কচ্ছপ উদ্ধার করা হয়েছিল। ধরা পড়া এড়াতেই ভোরের ট্রেনগুলিকে বেছে নেয় কচ্ছপ পাচারকারীরা। এর আগেও বর্ধমান স্টেশনে ঢোকার মুখে রেল লাইনের ধার থেকে প্রচুর কচ্ছপ ভর্তি ব্যাগ পাওয়া গিয়েছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 27, 2023 1:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman Station: পাচারের আগেই বাজেয়াপ্ত, বর্ধমান স্টেশনে উদ্ধার করা হল ৯৮টি কচ্ছপ, হইচই জেলায়