টুকলি করতে দিতে হবে! স্কুলে হামলা ছাত্রদের! প্রতিবাদ শিক্ষকদের, হাতাহাতি কাণ্ড
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Madhyamik- পড়ুয়াদের অভিযোগ, বাঙাবাড়ি উচ্চ বিদ্যালয়ে শনিবার অঙ্ক পরীক্ষাতে কোন রকম হল টুকলি করতে দেওয়া হয়নি। কারণ তারা জানতো নাকি স্কুলের মধ্যেই তারা টুকলি করতে পারবেন।
মুর্শিদাবাদ: অভিনব দাবি! মাধ্যমিক পরীক্ষাতে টুকলি করতে দিতে হবে পড়ুয়াদের। এই দাবিতে স্কুলের সামনে হামলা করল ছাত্ররা। রুখে দাঁড়াল স্কুল কর্তৃপক্ষ। প্রতিবাদ শিক্ষকদের। স্কুল কর্তৃপক্ষের প্রতিবাদের জেরে হাতাহাতি কান্ড ঘটল রঘুনাথগঞ্জে। আহত হল চারজন মাধ্যমিক পরীক্ষার্থী।
বর্তমানে চলছে রাজ্য জুড়েই মাধ্যমিক পরীক্ষা। শনিবার ছিল অঙ্ক পরীক্ষা। আর পরীক্ষা শেষ হতেই ছাত্রদের দাবি পরীক্ষা হলে টুকলি করার ব্যবস্থা করতে হবে। টুকলি করতে না পারার কারণে এবার নিজেদের স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখালেন স্কুলের মাধ্যমিক পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে রঘুনাথগঞ্জের মঙ্গলজোন সংলগ্ন O2 পাবলিক স্কুলের সামনে।
আরও পড়ুন- প্রেমিক-প্রেমিকার সিক্রেট প্রেম নিবেদন! এ এক আজব খেলা…! জানলে শিহরিত হবেন
জানা গিয়েছে, রঘুনাথগঞ্জের মঙ্গলজোন এলাকায় অবস্থিত বেসরকারি স্কুল O2 পাবলিক স্কুল। এই স্কুলের ১০১জন ছাত্র তারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। তাদের মধ্যে ৮০জন পড়ুয়া পরীক্ষা দিচ্ছেন আহিরণ বাঙ্গাবাড়ি উচ্চ বিদ্যালয়ে ও বাকি ২১জন পড়ুয়া তারা পরীক্ষা দিচ্ছেন ধুলিয়ান কাঞ্চনতলা উচ্চ বিদ্যালয়ে।
advertisement
advertisement
পড়ুয়াদের অভিযোগ, বাঙাবাড়ি উচ্চ বিদ্যালয়ে শনিবার অঙ্ক পরীক্ষাতে কোন রকম হল টুকলি করতে দেওয়া হয়নি। কারণ তারা জানতো নাকি স্কুলের মধ্যেই তারা টুকলি করতে পারবেন। পড়ুয়াদের এও দাবি, পরীক্ষা কেন্দ্রের মধ্যেই টুকলি করতে দিতে হবে। আহিরণ বাঙাবাড়ি হাইস্কুলে হল ম্যানেজ অর্থাৎ কপি করতে না দেওয়ার কারণে O2 পাবলিক স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখালেন ছাত্ররা।
advertisement
তাদের অভিযোগ, ধুলিয়ান কাঞ্চনতলা স্কুলে পরীক্ষা কেন্দ্র ম্যানেজ হয়েছে, আমাদের বাকি সহপাঠিরা টুকলি করতে সক্ষম হয়েছে। কিন্তু আহিরণ বাঙাবাড়ি স্কুলে কোনও রকম ম্যানেজ করা হয়নি। স্কুল কর্তৃপক্ষ কোনও রকম ম্যানেজ করেনি বলেই অভিযোগ। আর সেই কারণেই অঙ্ক পরীক্ষা শেষ হতেই শনিবার বিকেলে O2 পাবলিক স্কুলের এসে বিক্ষোভ দেখাতে শুরু করে।
advertisement
আরও পড়ুন- এ কী বিপদ! শয়ে শয়ে মুরগীর মৃত্যু এবার বাংলার জেলায়, কোন ভয়ানক রোগ?
স্কুল কর্তৃপক্ষ ও পড়ুয়াদের মধ্যে প্রথমে বচসা ও পরে হাতাহাতিতে পরিনত হয় এলাকা। আর তখনই চারজন পরীক্ষার্থী কে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। আহত অবস্থায় চারজন ওয়াসিম আক্রম, মহম্মদ আরিয়াণ, তানবীর আজিজ সরকার ও অতিব রহমানকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2025 8:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টুকলি করতে দিতে হবে! স্কুলে হামলা ছাত্রদের! প্রতিবাদ শিক্ষকদের, হাতাহাতি কাণ্ড