এ কী বিপদ! শয়ে শয়ে মুরগীর মৃত্যু এবার বাংলার জেলায়, কোন ভয়ানক রোগ?
- Reported by:Saradindu Ghosh
- Published by:Suman Majumder
Last Updated:
Bird flu fear- বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি কোনওভাবেই বার্ড ফ্লু' র ঘটনা নয়। নানা কারণে মুরগী মারা যেতে পারে।
বর্ধমান: হঠাৎই মরে যাচ্ছে মুরগী। প্রথমে ঝিমুনি হচ্ছে। তার পর মারা যাচ্ছে তারা। পূর্ব বর্ধমানের আউশগ্রাম, ভাতার এলাকার প্রায় সব ফার্মেই এমনটি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বার্ড ফ্লু নয়, তবে কোন রোগে মুরগী মারা যাচ্ছে তা বোঝা যাচ্ছে না। সেভাবে কোনও ওষুধ কাজ করছে না।
পোলট্রি মুরগীর অজানা রোগে চরমভাবে ক্ষতিগ্রস্ত পূর্ব বর্ধমান জেলার ভাতার ও আউশগ্রামের মুরগী খামারীরা। কেন মুরগী মারা যাচ্ছে, সে কারণ খামার মালিকদের কাছে স্পষ্ট নয়। এদিকে, গত কয়েকদিন ধরে মুরগীর মরক চলতে থাকায় লোকসানের মুখোমুখি হতে চলেছেন তাঁরা। বাজারে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকেই।
আরও পড়ুন- মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রসব যন্ত্রণা! হাসপাতালে বসেই পরীক্ষা দিলেন সুমা খাতুন
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি কোনওভাবেই বার্ড ফ্লু’ র ঘটনা নয়। নানা কারণে মুরগী মারা যেতে পারে। তাপমাত্রার ওঠানামাও অন্যতম কারণ হতে পারে। সকাল ও রাতে ঠান্ডা থাকছে। দিনে আবার গরম। এই সময় রোগ বৃদ্ধি পায়।
advertisement
advertisement
মুরগীর খামারের মালিকরা বলছেন, প্রায় সবার খামারেই গত কয়েকদিন ধরেই লাগাতার মুরগী মারা যাচ্ছে। ছোট মুরগী থেকে বড় মুরগি সবাই আক্রান্ত হচ্ছে। প্রথমে ঝিমুনির মতো হচ্ছে। এর পর ধীরে ধীরে সেই সব মুরগী মারা যাচ্ছে। কোনও চিকিৎসাই কাজে আসছে না।
জেলায় বেশিরভাগ ক্ষেত্রেই এখন কন্ট্রাক্ট ফাঁমিংয়ের মাধ্যমে মুরগী চাষ হয়। সেক্ষেত্রে তাদের নিজেদের খাটুনি, লেবার চার্জ এবং তুষের জন্য বড় অঙ্কের খরচ সবটাই বহন করতে হচ্ছে। এসব মৃত মুরগী গর্ত করে মাটিতে পুঁতে দিচ্ছেন খামার মালিকরা। এই থেকে যাতে আর কোনও রোগ না ছড়ায় সে কথাও মাথায় রেখেই মৃত মুরগী পুঁতে ফেলা হচ্ছে।
advertisement
আরও পড়ুন- ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার কলেজছাত্রী! অভিযুক্ত চার বন্ধু, আসানসোলে বিভীষিকা
চুক্তিতে কাজ করা খামার মালিকরা জানাচ্ছেন, রোগ হলে কোম্পানির লোক আসছে। কিছু ওষুধ প্রয়োগ করছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কাজ হচ্ছে না। যাঁরা ব্যক্তিগতভাবে চাষ করেন তাদের বড় ধরণের ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। কী রোগ হচ্ছে বুঝতে পারছেন না খামার মালিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 15, 2025 6:27 PM IST







