১২ কাউন্সিলর বিজেপি-তে, কার দখলে বনগাঁ পুরসভা? আস্থা ভোটে নজর

Last Updated:

বনগাঁ পুরসভার ২২টি আসনের মধ্যে ১৯টি আসন ছিল তৃণমূল কংগ্রেসের৷ সম্প্রতি ১২ জন কাউন্সিলর বিজেপি-তে যোগ দেন৷ বিজেপি-তে যোগ দেওয়া এক মহিলা কাউন্সিলরের অভিযোগ, তাঁকে অপহরম করে বিজেপি৷

#বনগাঁ: সংখ্যার বিচারে এগিয়ে বিজেপি৷ রয়েছে কাউন্সিলর অপহরণের বিতর্কও৷ এ হেন পরিস্থিতিতে আজ অর্থাত্‍‌ মঙ্গলবার আস্থা ভোট হবে বনগাঁ পুরসভায়৷ পুরসভাটিতে মোট আসন ২২টি৷ তৃণমূল না বিজেপি, কার দখলে থাকবে বনগাঁ পুরসভা, তা ঠিক হয়ে যাবে আস্থা ভোটেই৷
বনগাঁ পুরসভার ২২টি আসনের মধ্যে ১৯টি আসন ছিল তৃণমূল কংগ্রেসের৷ সম্প্রতি ১২ জন কাউন্সিলর বিজেপি-তে যোগ দেন৷ বিজেপি-তে যোগ দেওয়া এক মহিলা কাউন্সিলরের অভিযোগ, তাঁকে অপহরণ করে বিজেপি৷ ২ কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জানান ওই মহিলা৷ অভিযুক্ত দুই কাউন্সিলর পলাতক৷ তাঁদের খুঁজছে বিজেপি৷
এই মুহূর্তে ওই পুরসভায় সংখ্যার বিচারে এগিয়ে বিজেপি৷ পুরসভা নিজেদের দখলে রাখতে মরিয়া তৃণমূলও৷
advertisement
advertisement
আরও ভিডিও: বনগাঁ হাসপাতালে নিজের হাত কেটে প্রেমিকার সিথিঁতে সিঁদুর পরিয়ে বিয়ে করলেন প্রেমিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১২ কাউন্সিলর বিজেপি-তে, কার দখলে বনগাঁ পুরসভা? আস্থা ভোটে নজর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement