আগামিকাল কাঁথিতে কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের
- Written by:ABIR GHOSHAL
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, দায়িত্বশীল দল হিসাবে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগামিকাল, বুধবার তাদের কাঁথির সভা স্থগিত করা হল।
কাঁথি: আগামিকাল, বুধবার কাঁথিতে কর্মসূচি স্থগিত রাখছে তৃণমূল কংগ্রেস। যদিও সভা করার অনুমতি আগেই নিয়ে রেখেছিল তৃণমূল। একই এলাকায় দুটি সভা, একই রাস্তা দিয়ে দুই রাজনৈতিক দলের কর্মীরা আসবেন।
পুলিশের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসকে সভা স্থগিত রাখার কথা জানানো হয়। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, দায়িত্বশীল দল হিসাবে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগামিকাল, বুধবার তাদের কাঁথির সভা স্থগিত করা হল।অভিষেকের সভায় তারা শক্তি প্রদর্শন করেছে।
advertisement
advertisement
তাই প্ররোচনা এড়াতেই আপাতত এই সিদ্ধান্ত জেলা তৃণমূলের। প্রসঙ্গত গত ৩ ডিসেম্বর কাঁথিতে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভাতেই কাঁথির জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল। তারা কাঁথি শহরে মিছিল করবে। তারপর কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সভা করবে। সেই কর্মসূচি আগামিকাল, বুধবার স্থগিত রাখা হল। পরবর্তী দিন শীঘ্রই জানিয়ে দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের তরফে।
advertisement
তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল। আমাদের কর্মসূচীর দিন স্থির করে রাখা হয়েছিল আগে থেকেই। আমাদের অনুমতি নেওয়া ছিল। কিন্তু দুটি সভাতেই একই রাস্তা দিয়ে রাজনৈতিক দলের কর্মীরা আসবেন, যাবেন৷ বিজেপি প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামিকালের কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে। শীঘ্রই পরবর্তী দিন জানিয়ে দেওয়া হবে। আর আমাদের শক্তি প্রদর্শন করার নতুন করে ব্যাপার নেই। কারণ আমরা অভিষেকের সভা থেকে আমাদের শক্তি দেখিয়ে দিয়েছি।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 20, 2022 11:34 AM IST








