প্রকৃতির কোলে 'গাছ লাইব্রেরি'! ডালে ডালে বইয়ের সম্ভার, জানেন কোথায় এমন উদ্যোগ?
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
এই লাইব্রেরিতে কোনও তালা দেওয়া নেই। তাই যে কেউ এখানে ঢুকতে পারেন। লাইব্রেরি থেকে নিজের পছন্দের বই বের করে পড়তে পারেন। বহু মানুষ তেমনটা করছেনও।
বীরভূম, সৌভিক রায়ঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বলতেন প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে পড়াশোনা করা প্রয়োজন ছাত্রছাত্রীদের। কবি বিশ্বাস করতেন শিক্ষা হবে আনন্দময় শিশুর মনন ও অনুভূতির বিকাশের সহায়ক। সেই ভাবনা থেকেই ১৯০১ সালের ২২ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় ব্রহ্মাচার্যশ্রম বা পাঠভবন। এমন একটি ক্লাস রুম যেখানে নেই চার দেওয়ালের বাঁধন।
বীরভূমের বোলপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত সাঁইথিয়া শহর। সাঁইথিয়া শহরের মধ্যে অবস্থিত অভেনানন্দ মহাবিদ্যালয়। দীর্ঘ প্রায় ৬০ বছর ধরে শিক্ষার পাঠ দিয়ে যাচ্ছে অভেনানন্দ কলেজ। ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম আর এই সোশ্যাল মিডিয়ার যুগে ছাত্রছাত্রীদের বইমুখী করে তুলতে এক অভিনব উদ্যোগ নিয়েছে এই মহাবিদ্যালয়। তৈরি করেছে, ‘গাছ লাইব্রেরি’। কলেজের মাঠে গিয়ে গাছের নিচে বসে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিতে যেমন পারবেন ছাত্রছাত্রীরা। ঠিক তেমনই হাতের কাছেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে বইপত্রের। গাছের মধ্যে বক্স করে সারি সারি দিয়ে লাগানো রয়েছে বিভিন্ন বই।
advertisement
আরও পড়ুনঃ বিশ্বভারতীর মুকুটে নতুন পালক! বোলপুরে শান্তিনিকেতনে বেড়াতে যাওয়ার আগে জেনে নিন বড় খবর
এই লাইব্রেরিতে কোনও তালা দেওয়া নেই। তাই যে কেউ এখানে ঢুকতে পারেন। লাইব্রেরি থেকে নিজের পছন্দের বই বের করে পড়তে পারেন। বহু মানুষ তেমনটা করছেনও। শুধুই কি ছাত্রছাত্রী! অনেক সময় অভিভাবকেরাও এসে গল্প করার মাঝে মোবাইলে রিলস না দেখে এই সমস্ত বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছেন। কলেজের এই মহৎ উদ্যোগ বেশ নজর কাড়ছে শিক্ষক মহলে। অনেকেই বলছেন, সোশ্যাল মিডিয়ার যুগে এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে মূলত সোশ্যাল মিডিয়ার যুগ। এখন ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা সকলেই কাজের ফাঁকে মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকেন। তবে কলেজের এই উদ্যোগ অনেকটাই শিক্ষা ক্ষেত্রে ভাল প্রভাব ফেলবে বলে মনে করছেন সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 1:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রকৃতির কোলে 'গাছ লাইব্রেরি'! ডালে ডালে বইয়ের সম্ভার, জানেন কোথায় এমন উদ্যোগ?