Hooghly News: রিষড়া স্টেশনে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছের ডাল! শয়ে শয়ে মারা পড়ছে পাখির ছানা

Last Updated:

রিষড়া রেল স্টেশনে প্লাটফর্মের উন্নয়নের কাজের জন্য নির্বিচারে কেটে ফেলা হচ্ছে একের পর এক গাছের ডাল। বৃক্ষ ছেদনে বস্তুহারা হয়ে মৃত্যু হচ্ছে শয়ে শয়ে পাখির ছানা।

+
রিষড়া

রিষড়া স্টেশনের ছবি

হুগলি: একদিকে হাওড়া স্টেশনের গাছ বাঁচানোর জন্য শিকড় থেকে গাছ তুলে অন্যত্র নিয়ে রোপন করা হচ্ছে, অন্যদিকে ঠিক তার বিপরীত রিষড়া রেল স্টেশনে প্লাটফর্মের উন্নয়নের কাজের জন্য নির্বিচারে কেটে ফেলা হচ্ছে একের পর এক গাছের ডাল। তাতেই সমস্যায় বন্যপ্রাণ। বৃক্ষ ছেদনের ফলে বস্তুহারা হয়ে মৃত্যু হচ্ছে পাখির। এই নিয়ে সোচ্চার হয়েছেন একালার পশুপ্রেমীরা। ঘটনার তীব্র নিন্দা সোশ্যাল মিডিয়া জুড়ে।
স্থানীয় সূত্রে খবর, রিষড়া রেল স্টেশনের প্লাটফর্মে প্রাচীন বট অশ্বত্থ গাছ কাটা শুরু হয় গত কয়েকদিন ধরে। আর তাতেই আশ্রয় হীন হয়ে পরে বহু পাখি।মূলত সামুকখোল, পানকৌরী, বক, কাক স্টেশনের এই গাছ গুলোতে বাসা বেঁধে থাকত।সেই গাছের ডালে কোপ পরতেই বাসা ভেঙে নীচে পরে যায় অনেক পাখি। সদ্য ডিম ফুটে বেরিয়েছে, চোখ ফোটেনি এখনও উড়তে শেখেনি এমন অনেক পাখির ছানা মারা ‌যায়। খবর পেয়ে স্থানীয় পরিবেশ প্রেমী পশু প্রেমীরা এসে পাখিদের বাঁচানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় বন দফতরে।
advertisement
advertisement
এই বিষয়ে পশু পক্ষী প্রেমী চন্দন ক্লেমেন্ট সিং বলেন,রিষড়া স্টেশনে কতগুলো গাছ কাটা হয়েছে। সেই গাছে যেসব পাখির বাসা ছিল সেগুলো নষ্ট হয়েছে অনেক পাখির ডিম নষ্ট হয়েছে পাখি মারা গেছে। প্রশাসনের কাছে অনুরোধ করব এটা তদন্ত হওয়া দরকার। কারন পরিবেশে গাছপালা যেমন থাকবে পশু পাখি থাকবে আবার মানুষও থাকবে তবেই ভারসাম্য রক্ষা হবে। রিষড়ার পরিবেশ কর্মী সাবির আলি বলেন, রেলের এই পদক্ষেপ এর তীব্র নিন্দা জানাচ্ছেন তারা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তাদের দাবি, রেল যেমন গাছ কেটেছে আরো গাছ এখানে লাগাক। রিষড়ায় আরও  অনেক সমস্যা আছে, আন্ডার পাশ, লেভেল ক্রশিং এর সমস্যা আছে সেগুলো নিয়ে ভাবনা নেই রেলের। এই ঘটনা নিয়ে এলাকার পরিবেশপ্রেমী এবং পশু প্রেমী সংগঠন   রিষড়া স্টেশন মাস্টারকে তারা স্মারকলিপি জমা দেবেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান,যে ঠিকাদার কাজ করছে সে কেন করল তা দেখা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: রিষড়া স্টেশনে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছের ডাল! শয়ে শয়ে মারা পড়ছে পাখির ছানা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement