হোম /খবর /দক্ষিণবঙ্গ /
মাছ ধরতে গিয়ে ১৩ জন মৎস্যজীবী-সহ নিখোঁজ ট্রলার

মাছ ধরতে গিয়ে ১৩ জন মৎস্যজীবী-সহ নিখোঁজ ট্রলার

File Photo

File Photo

  • Last Updated :
  • Share this:

    #নামখানা: বঙ্গোপসারে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ট্রলার ৷ ট্রলারে রয়েছেন ১৩জন মৎস্যজীবী ৷ গত বৃহস্পতিবার এফ বি তারাশঙ্কর নামের ওই ট্রলারটি নামখানা থেকে সমুদ্রে রওনা হয় ৷ মৎস্যজীবী সংগঠনের দাবি, খারাপ আবহাওয়া সতর্কতার খবর পেয়ে ট্রলারটি ফিরছিল ৷ আজ ভোর রাতে ট্রলার থেকে রেডিওয় যোগাযোগ করে ইঞ্জিন বিকল হওয়ার খবর জানানো হয় ৷

    তারপর থেকে ট্রলারের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি ৷ ট্রলারটি বাংলাদেশের জলসীমার ঢুকে পরতে পারে বলে অনুমান ৷ মৎস্যজীবী সংগঠনের তরফে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ যেটা মনে করা হচ্ছে ট্রলারটি সমুদ্রে জলে ভাসতে ভাসতে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। ট্রলারটিতে মোট ১৩জন মৎস্যজীবী রয়েছে সবাই পাথরপ্রতিমার বাসিন্দা।

    First published:

    Tags: Fishermen, Trawler