মাছ ধরতে গিয়ে ১৩ জন মৎস্যজীবী-সহ নিখোঁজ ট্রলার
Last Updated:
#নামখানা: বঙ্গোপসারে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ট্রলার ৷ ট্রলারে রয়েছেন ১৩জন মৎস্যজীবী ৷ গত বৃহস্পতিবার এফ বি তারাশঙ্কর নামের ওই ট্রলারটি নামখানা থেকে সমুদ্রে রওনা হয় ৷ মৎস্যজীবী সংগঠনের দাবি, খারাপ আবহাওয়া সতর্কতার খবর পেয়ে ট্রলারটি ফিরছিল ৷ আজ ভোর রাতে ট্রলার থেকে রেডিওয় যোগাযোগ করে ইঞ্জিন বিকল হওয়ার খবর জানানো হয় ৷
তারপর থেকে ট্রলারের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি ৷ ট্রলারটি বাংলাদেশের জলসীমার ঢুকে পরতে পারে বলে অনুমান ৷ মৎস্যজীবী সংগঠনের তরফে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ যেটা মনে করা হচ্ছে ট্রলারটি সমুদ্রে জলে ভাসতে ভাসতে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। ট্রলারটিতে মোট ১৩জন মৎস্যজীবী রয়েছে সবাই পাথরপ্রতিমার বাসিন্দা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 06, 2019 4:53 PM IST