#নামখানা: বঙ্গোপসারে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ট্রলার ৷ ট্রলারে রয়েছেন ১৩জন মৎস্যজীবী ৷ গত বৃহস্পতিবার এফ বি তারাশঙ্কর নামের ওই ট্রলারটি নামখানা থেকে সমুদ্রে রওনা হয় ৷ মৎস্যজীবী সংগঠনের দাবি, খারাপ আবহাওয়া সতর্কতার খবর পেয়ে ট্রলারটি ফিরছিল ৷ আজ ভোর রাতে ট্রলার থেকে রেডিওয় যোগাযোগ করে ইঞ্জিন বিকল হওয়ার খবর জানানো হয় ৷
তারপর থেকে ট্রলারের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি ৷ ট্রলারটি বাংলাদেশের জলসীমার ঢুকে পরতে পারে বলে অনুমান ৷ মৎস্যজীবী সংগঠনের তরফে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ যেটা মনে করা হচ্ছে ট্রলারটি সমুদ্রে জলে ভাসতে ভাসতে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। ট্রলারটিতে মোট ১৩জন মৎস্যজীবী রয়েছে সবাই পাথরপ্রতিমার বাসিন্দা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।