Travel Tips: বসন্তের রূপে মাতোয়ারা পর্যটকেরা! বোলপুরের বিকল্প হতে পারে এই জায়গা, সৌন্দর্যে কিছু কম নয়

Last Updated:

Travel Tips: হোটেল, রিসর্ট, হোম-স্টে সব কিছুই হাউসফুল। দোল উৎসবে পর্যটকেরা পুরুলিয়া বেড়াতে এসে একেবারেই আত্মহারা হয়ে উঠেছেন।

+
News18

News18

পুরুলিয়া: বসন্ত উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে জঙ্গলমহল পুরুলিয়া। লাল পলাশের সাজে সেজে উঠেছে চারদিক। পলাশের অপরূপ সৌন্দর্যের টানে পর্যটকদের ঢল নেমেছে পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। পলাশ উৎসব এবং বসন্ত উৎসবে মেতেছে পর্যটকেরা। হোটেল, রিসর্ট, হোম-স্টে সব কিছুই হাউসফুল। দোল উৎসবে পর্যটকেরা পুরুলিয়া বেড়াতে এসে একেবারেই আত্মহারা হয়ে উঠেছেন।
পুরুলিয়া বেড়াতে আসা পর্যটকেরা বলেন , এত সুন্দর পলাশের দৃশ্য দেখে তারা মুগ্ধ। তাদের ভীষণই ভালো লাগছে বসন্ত উৎসব তথা পলাশ উৎসবে পুরুলিয়া বেড়াতে আসতে পেরে। দুর্দান্ত অনুভূতি হয়েছে তাদের। কলকাতার ব্যস্ত জীবন থেকে একেবারেই অন্যরকম বসন্ত উৎসব তারা পালন করতে পারছেন পুরুলিয়ায়। ধীরে ধীরে শান্তিনিকেতনের বিকল্প হয়ে উঠছে সুন্দরী পুরুলিয়া। তাই শান্তিনিকেতনের রুট বদল করে তাঁরা পুরুলিয়ায় আসতে পছন্দ করছেন।
advertisement
রিসর্ট কর্তৃপক্ষরা বলেন, অন্যান্য বছরে তুলনায় এই বছর মানুষের মধ্যে আবেগ উন্মাদনা একেবারেই তুঙ্গে রয়েছে। সমস্ত জায়গা পর্যটকে পরিপূর্ণ। ‌ পুরুলিয়ার পলাশ উৎসবে অংশগ্রহণ করার জন্য মানুষের মধ্যে যে উন্মাদনা রয়েছে, তাতে তাঁরা খুবই খুশি। বিরাট সংখ্যক পর্যটকদের ঢল নেমেছে।
advertisement
দিঘা , পুরী দার্জিলিং-এর পাশাপাশি বাঙালির পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে সুন্দরী অযোধ্যা। ‌ তবে পুরুলিয়ার পলাশের এক অন্য রকম আকর্ষণ রয়েছে। তাই বসন্ত উৎসব যেন একেবারেই আলাদা আঙ্গিকে পরিপূর্ণ করে এই জেলাকে।
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Travel Tips: বসন্তের রূপে মাতোয়ারা পর্যটকেরা! বোলপুরের বিকল্প হতে পারে এই জায়গা, সৌন্দর্যে কিছু কম নয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement