advertisement

Bankura News: স্বচ্ছ কাচের মতো ‘নীল জলে’ নৌকাবিহার ! কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টার রাস্তা, সামনের ছুটিতেই ঘুরে আসুন এই জায়গায়

Last Updated:

হালকা হালকা রোদ্দুর, সঙ্গে নীল জলরাশি-মিষ্টি হাওয়া। পরিষ্কার ঝকঝকে নীল আকাশ। মানুষের ভিড় হাতে গোনা। 

+
গাংদুয়া

গাংদুয়া ড্যাম

গাংদুয়া, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়:  হাল্কা রোদ্দুর, সঙ্গে নীল জলরাশি-মিষ্টি হাওয়া, পরিষ্কার ঝকঝকে নীল আকাশ। মানুষের ভিড় হাতে গোনা। যেন নিউজিল্যান্ড! স্থানীয়রা বলছেন তেমনটাই। বেশিদূর যেতে হবে না, কলকাতা থেকে মাত্র তিন ঘণ্টার রাস্তা। গাড়ি করে অথবা ট্রেনে করে চলে আসুন বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির গাংদুয়া ড্যাম।
বায়ু দূষণের কারণে নীল জলরাশি এবং পরিষ্কার আকাশ খুবই দুর্লভ ভারতবর্ষে। তবে বাঁকুড়ার গাংদুয়া ড্যামের এমন স্বচ্ছ জলরাশি দেখে বিস্ময় জাগতে পারে। বর্ষা শেষের পর এবার পুজোর পালা। শরতের মিষ্টি হাওয়া গায়ে মেখে, একদম আরামদায়ক আবহাওয়ায় ঘুরে দেখুন শালী নদীর উপরে গাংদুয়া ড্যাম।
advertisement
advertisement
বাঁকুড়া শহর থেকে ৩০ কিলোমিটার দূরে গঙ্গাজলঘাটি ব্লক থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত শালী নদীর ওপরে এই ড্যাম, যার নাম গাংদুয়া। শরতের ঝলমলে রোদে নতুনরূপে সেজে উঠেছে ড্যামটি। তাই দেরি না করে চলে আসুন। পুজোর আগে থেকেই মানুষের ভিড় জমতে শুরু করবে পুরো দমে। তার আগে একবার ফাঁকায় ফাঁকায় ঘুরে যেতেই পারেন এই জায়গা। জলরাশি ছাড়াও রয়েছে নৌকোবিহারের ব্যবস্থা। এছাড়াও রয়েছে ড্যামের পাশে সুলভ মূল্যে থাকার ব্যবস্থা।
advertisement
বাচ্চাদের জন্য রয়েছে পার্ক। একেবারে পরিবার সমেত এবং প্রিয়জনকে নিয়ে ঘুরে দেখার একটি দুর্দান্ত জায়গা। যদিও এই মুহূর্তে বৃষ্টি সবে থেমেছে বলে পর্যটকদের ভিড় চোখে পড়েনি আপাতত। স্থানীয় ব্যবসায়ীরা অপেক্ষা করছেন পুজোর জন্য।
advertisement
গাংদুয়া বাঁধ, যা গাংদুয়া জলাধার নামেও পরিচিত, ভারতের পশ্চিমবঙ্গের একটি প্রধান বাঁধ । এটি অমরকানন শহরের কাছে অবস্থিত। এই অঞ্চলের মধ্যে জল ব্যবস্থাপনা এবং সেচের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ড্যাম।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: স্বচ্ছ কাচের মতো ‘নীল জলে’ নৌকাবিহার ! কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টার রাস্তা, সামনের ছুটিতেই ঘুরে আসুন এই জায়গায়
Next Article
advertisement
Saraswati Puja: তিনশো বছরের ঐতিহ্য, বিগ বাজেটের পুজো দেখতে মানুষের ঢল! সরস্বতী পুজোয় উৎসবের মেজাজ কালনায়
তিনশো বছরের ঐতিহ্য, বিগ বাজেটের পুজো দেখতে মানুষের ঢল! সরস্বতী পুজোয় উৎসবের মেজাজ কালনায়
  • কালনায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে উৎসবের মেজাজ৷

  • একাধিক বিগ বাজেট, থিমের পুজো শহর জুড়ে৷

  • পুজো দেখতে বিভিন্ন জেলা থেকে ভিড় জমিয়েছেন মানুষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement