IIT : জেলায় বড় উদ্যোগ! রাজ্যে প্রথম হতে চলেছে আইআইটি মাদ্রাজ-এর প্রশিক্ষণ কেন্দ্র
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
IIT Madras- এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় আসেন আইআইটি মাদ্রাজ-এর বিদ্যাশক্তি গ্লোবাল কনভেনার ডক্টর শিবা শুভ্রামনিয়ম। উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রীর অতিরিক্ত ব্যক্তিগত সচিব অজয় সরকার।
দক্ষিণ দিনাজপুর : পিছিয়ে পড়া জেলার ছাত্র-ছাত্রীদের এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে দক্ষিণ দিনাজপুরে হতে চলেছে আইআইটি মাদ্রাজ-এর প্রশিক্ষণ কেন্দ্র। এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় আসেন আইআইটি মাদ্রাজ-এর বিদ্যাশক্তি গ্লোবাল কনভেনার ডক্টর শিবা শুভ্রামনিয়ম। উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রীর অতিরিক্ত ব্যক্তিগত সচিব অজয় সরকার।
কেন্দ্রীয় সরকারের বিদ্যাশক্তি প্রকল্পের আওতায় ছাত্রদের অডিও ভিস্যুয়াল এর মাধ্যমে শিক্ষাদানে উৎসাহিত করতে দেশের বিভিন্ন রাজ্যে এই প্রকল্প শুরু হয়েছে। তবে, পশ্চিমবঙ্গে এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলায় সুকান্ত মজুমদারের উদ্যোগে চালু হতে চলেছে।
এই বিষয়ে বিদ্যাশক্তি গ্লোবাল কনভেনার ডক্টর শিবা শুভ্রামনিয়ম জানান, “স্কুল শেষের পর এক ঘণ্টা করে অনলাইনে ক্লাস হবে। খেলার মাধ্যমে বিজ্ঞান এবং ইংরেজির উপর পারদর্শী করা হবে, যাতে ভবিষ্যতে এই পড়ুয়ারা আইআইটির জন্য প্রস্তুত হয়ে সফল হতে পারে।”
advertisement
advertisement
বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থপ্রতিম দত্ত জানান, “এই বছরের জুলাই মাস থেকেই প্রশিক্ষণ শুরু হবে। আইআইটি মাদ্রাজের বিদ্যাশক্তি প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ ক্লাস। এরফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নত হবে। যা ছাত্রদের ভবিষ্যৎ গড়তে কাজে লাগবে।”
আরও পড়ুন- বড় দুর্ঘটনা তাজপুরে! পরপর মিলছে পর্যটকের দেহ! কেন এমন দুর্ঘটনা তাজপুর-মন্দারমণিতে জানেন?
জেলার বালুরঘাট, গঙ্গারামপুর এবং বুনিয়াদপুরে আইআইটি মাদ্রাজের এই প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। এদিন আইআইটি মাদ্রাজের পক্ষ থেকে বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিকাঠামো খতিয়ে দেখতে আসে। আপাতত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাস শুরু হবে।
advertisement
দেশের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ সহ ছটি রাজ্যের তাঁরা অনলাইন প্রশিক্ষণ দিচ্ছেন আইআইটি মাদ্রাজের পক্ষ থেকে।রাজ্যে দক্ষিণ দিনাজপুর জেলাতে প্রথম এই প্রকল্পের প্রশিক্ষণ দেওয়া হবে।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 18, 2025 7:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IIT : জেলায় বড় উদ্যোগ! রাজ্যে প্রথম হতে চলেছে আইআইটি মাদ্রাজ-এর প্রশিক্ষণ কেন্দ্র