Hooghly News: ক্রিকেট-ফুটবলের ভিড়ে হারিয়ে যাওয়া খেলা খো খো-কে মনে করাতে প্রশিক্ষণ শিবির

Last Updated:

খো খো ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে অন্যতম, কিন্তু বর্তমানে, গ্রামবাংলার এই খেলা হারিয়ে যেতে বসেছে। এবার সেই খো খো খেলা দেখা গেল হুগলির গোঘাটের বেঙ্গাই অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে।

+
প্রশিক্ষণ

প্রশিক্ষণ শিবির

আরামবাগ: খো খো ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে অন্যতম, একটি দলগত খেলা। কিন্তু বর্তমানে, গ্রামবাংলার এই খেলা হারিয়ে যেতে বসেছে। অতীতে এই খেলার চল থাকলেও বর্তমানে সেভাবে এই খেলা দেখা যায় না বললেই চলে। এবার সেই খো খো খেলা দেখা গেল হুগলির গোঘাটের বেঙ্গাই অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে।জানা যায় শারীরশিক্ষা বিভাগের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির দেওয়া হচ্ছে পড়ুয়াদের। প্রায় তিন দিন ধরে ছাত্র-ছাত্রীদেরকে কোচিং দেবেন বাইরের শিক্ষকেরা।এই খেলায় অংশ নিতে কলেজ পড়ুয়ারা বিভিন্ন জায়গা থেকে এসেছে । হারিয়ে যাওয়া এই খেলা দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে শিক্ষক শিক্ষিকা থেকে অন্যান্য বিভাগের পড়ুয়ার।
কলেজের প্রিন্সিপাল ডঃ পরামার্থ ঘোষ জানান, তিন দিন ধরে এই খো খো খেলার ক্যাম্প শুরু হল। বর্তমানে অনেক খেলাধুলা থাকলেও প্রাচীনতম খো খো খেলা। বিশেষ করে এই খেলা গ্রাম বাংলার দিকে অনেকটাই প্রচলন কমে গেছে। তাই কলেজ এবং শারীরশিক্ষা বিভাগের উদ্যোগে অনেক ছেলেমেয়ে আছে যারা হয়তো কোচিংয়ের জন্য খেলায় অংশগ্রহণের সুযোগ পায় না। তাই সম্পূর্ণ বিনা পয়সায় খো খো খেলায় ক্যাম্প করা হয়েছে।অন্যদিকে কোচিং এর শিক্ষক তরুণ কান্তি চৌধুরী বক্তব্য, দিন দিন এই খো খো খেলা গ্রামের দিকে অনেকটাই কমে যাচ্ছে। কিন্তু এখনো গ্রামে অনেক ছেলে-মেয়ে আছে যারা এই খেলাতে প্রচুর প্রতিভা আছে। কিন্তু সুযোগ না থাকার ফলে তারা এই খেলা থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছে। তাই কলেজের উদ্যোগে এই যে খো খো খেলায় আলাদাভাবে তাদেরকে কোচিং দেওয়ার উদ্যোগ নেওয়াতে খুবই ভালো লাগছে।খো খো খেলায় অংশগ্রহণ ছাত্র জানান খুবই ভালো উদ্যোগ নিয়েছে কলেজ।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আমরা এই খেলার সঙ্গে যুক্ত হলেও সেভাবে সুযোগ পাই না ক্যাম্পের। আবার টাকা-পয়সার অভাবে প্রশিক্ষণ নিতে পারি না। তাই এ ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ক্রিকেট-ফুটবলের ভিড়ে হারিয়ে যাওয়া খেলা খো খো-কে মনে করাতে প্রশিক্ষণ শিবির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement