Train: কৃষ্ণনগর-লালগোলা সেকশনে একগুচ্ছ ট্রেনের সময়ে বদল! দেখে নিন টাইম টেবল
- Published by:Sanjukta Sarkar
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Train Timing: আপনার যাত্রাপথে কোনও ট্রেনের অবস্থান বদলায়নি তো? একবার দেখে নিন।
কৃষ্ণনগর: স্থানীয় যাত্রীদের নিরাপত্তা এবং সুবিধার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পূর্ব রেলওয়ে। কৃষ্ণনগর সিটি–লালগোলা সেকশনে লেভেল ক্রসিং গেট নং ৮৭/ই (নন-ইন্টারলকিং গেট) এর পরিবর্তে সীমিত উচ্চতা সাবওয়ে (LHS) নির্মাণ করছে পূর্ব রেলওয়ে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের জন্য এই গেটগুলি স্টেশনে চলাফেরায় অতিরিক্ত সুবিধা প্রদান করবে আগামী দিনে।
একইসঙ্গে এই পরিষেবা চালু হলে ভ্রমণের সময় কমিয়ে জীবনযাত্রার মান উন্নত করারও দাবি রাখছে রেল। এছাড়াও লেভেল ক্রসিং এর সঙ্গে যুক্ত ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে LHS যা পথচারী এবং যানবাহন উভয়ের জন্য উল্লেখযোগ্য নিরাপত্তা প্রদান করে।
এই উদ্দেশ্যে সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণের জন্য, ২৫.০১.২০২৫ (শনিবার)সাড়ে ৬ ঘণ্টা (৯:৪৫ ঘন্টা থেকে ১৬:১৫ ঘন্টা।) ট্রাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। ফলস্বরূপ দিন অর্থাৎ ২৫.০১.২০২৫ (শনিবার) কিছু ট্রেন বাতিল করা হচ্ছে।
advertisement
advertisement
কৃষ্ণনগর – লালগোলা: আপ ৩১৮৬১/ ডাউন ৩১৮৬৪ • লালগোলা – শিয়ালদহ: ডাউন ৫৩১৭৮/ ৫৩১৭৫ শনিবার ২৫ জানুয়ারি বাতিল করা হচ্ছে। ৩১৭৭৩ রানাঘাট – লালগোলা প্যাসেঞ্জারের যাত্রা মুরাগাছাতে সংক্ষিপ্ত হবে এবং ৩১৭৬৮লালগোলা – রানাঘাট প্যাসেঞ্জার লালগোলার পরিবর্তে মুরাগাছা পর্যন্ত যাবে।
৩১৭৬৯ রানাঘাট – লালগোলা ইএমইউ প্যাসেঞ্জার মুরাগাছাতে যাত্রা শেষ করবে।
৩১৭৭০লালগোলা – রানাঘাট ইএমইউ যাত্রী লালগোলার পরিবর্তে মুরাগাছা থেকে শেষ হবে। ৬৩১০৭ শিয়ালদহ – লালগোলা MEMU ট্রেনের যাত্রা মুরাগাছাতে সংক্ষিপ্তভাবে বন্ধ করা হবে এবং ৬৩১০৪ লালগোলা – শিয়ালদহ MEMU সংক্ষিপ্তভাবে লালগোলার পরিবর্তে মুরাগাছা থেকে হবে।
advertisement
৩১৮১৯ শিয়ালদহ – কৃষ্ণনগর লোকাল রানাঘাট পর্যন্ত যাবে।৩১৮৪০ কৃষ্ণনগর – শিয়ালদহ লোকালটি কৃষ্ণনগরের পরিবর্তে রানাঘাট থেকে শুরু করবে যাত্রা৷ ৬৩১০১ কলকাতা – লালগোলা মেমু ২৪.০১.২০২৫ (শুক্রবার) রানাঘাটে যাত্রা শেষ করবে এবং ৬৩১০২ লালগোলা – কলকাতা MEMU ২৫জানুয়ারিতে রানাঘাট পর্যন্ত যাবে৷ ৩১৭৭৪ লালগোলা – রানাঘাট লালগোলা থেকে ১৪:০০ টা অর্থাৎ দুপুর দুটোর পরিবর্তে ১৪:৪৫ টায় দুটো পয়ঁতাল্লিশে ছেড়ে যাবে এবং পলাশী পর্যন্ত নিয়ন্ত্রিত পথে এগোবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2025 11:58 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train: কৃষ্ণনগর-লালগোলা সেকশনে একগুচ্ছ ট্রেনের সময়ে বদল! দেখে নিন টাইম টেবল