#খড়গপুর: ঝড়ে তার ছিঁড়ে ব্যাহত রেল পরিষেবা ৷ খড়গপুর-বালেশ্বরের মাঝে তার ছিঁড়ে বিপত্তি ৷ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে দূরপাল্লার ট্রেন ৷ আটকে করমণ্ডল,চেন্নাই মেল, কলিঙ্গ এক্সপ্রেস ৷ আটকে উৎকল, ধৌলি-সহ একাধিক ট্রেন ৷ কয়েকটি লোকাল ট্রেনও আটকে আছে ৷ একাধিক ট্রেন বাতিলের জেরে যাত্রী হয়রানি ৷
সোমবার কলকাতায় ধেয়ে এসেছিল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া! সোমবার সকাল সাড়ে ১১টায় কলকাতার তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও আর্দ্রতা ৬৬% ৷ লাগাতার কয়েকদিনের অস্বস্তিকর গরমের গতকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছে শহরবাসী ৷ কিন্তু তার পাশাপাশি সমস্যায়ও পড়তে হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Overhead Wires Snapped, Rainfall, Train Services Disrupted