Sampriti Flyover Speed Camera: জোরে গাড়ি চালালেই মোবাইলে মেসেজ, দিতে হবে জরিমানা! এবার এই ফ্লাইওভারে উঠলেই নজরে রাখুন স্পিডোমিটারের কাঁটা

Last Updated:

Sampriti Flyover Speed Camera: রাজ্যের গুরুত্বপূর্ণ এই ফ্লাইওভারে এবার বসান হয়েছে স্পিড ক্যামেরা। যার ফলে নিরধারিত গতির থেকে জোরে গাড়ি চালালেই দিতে হবে জরিমানা।

ফ্লাইওভারে স্পিড ক্যামেরা
ফ্লাইওভারে স্পিড ক্যামেরা
দক্ষিণ ২৪ পরগনা: নির্ধারিত গতির তুলনায় জোরে গাড়ি চালালেই জরিমানার মেসেজ যাচ্ছে মোবাইল ফোনে। সম্প্রীতি উড়ালপুলে স্পিড ট্র্যাকিং ক্যামেরা বসাতেই হু হু করে বাড়ছে কেসের সংখ্যা। কেস খাওয়ার ভয়েই গতি কমিয়েছে বেপরোয়া চালকরা। ফলে দুর্ঘটনার সংখ্যায় কিছুটা হলেও রাশ টানা সম্ভব হয়েছে বলে দাবি করেছে জেলার পুলিশের ট্রাফিক বিভাগ।
এক মাস আগেই ক্যামেরা বসানো হয়েছে দক্ষিণ ২৪ পরগনার এই উড়ালপুলে। এর মধ্যেই শতাধিক গাড়িকে জরিমানা করেছে ট্রাফিক বিভাগ। যার জেরে জরিমানা বাবদ জমা পড়েছে দেড় লক্ষ টাকা। এই উড়ালপুলে আগে প্রায়ই দুর্ঘটনা ঘটত। লাগামহীন গতির কারণে প্রাণ গিয়েছে অনেকের। সেকারণেই গতিতে রাশ টানতে পুলিশের পক্ষ থেকে উড়ালপুলের বিভিন্ন জায়গায় ক্যামেরা বসানো হয়। আপ-ডাউনের সব গাড়ির গতির উপর নজর রাখে সেগুলি। সেই ফুটেজ সরাসরি কন্ট্রোল রুমে বসে দেখতে পান ট্রাফিক বিভাগের কর্তারা।
advertisement
advertisement
এমনিতেই এই ফ্লাইওভারে ঘণ্টায় ৪০-৪৫ কিলোমিটার স্পিড রাখতে হয় চালকদের। তার বেশি গতিতে গাড়ি চালালেই বিপদ! ছবি চলে যাবে কন্ট্রোল রুমে। সঙ্গে সঙ্গে ফোনে বেজে উঠবে জরিমানার মেসেজ। ট্রাফিক পুলিশের দাবি, প্রতিদিন গড়ে অন্তত ১০টি করে কেস তো হচ্ছেই। কোন কোন দিন এই সংখ্যা তারও বেশি। এর মধ্যে অনেক চালক রয়েছেন, যাঁরা একাধিকবার ট্রাফিক আইন লঙ্ঘন করে জরিমানার কবলে পড়েছেন। ক্যামেরা দেখে অনেকে এখন সতর্ক হয়েছেন। নিয়ন্ত্রণের মধ্যেই রাখছেন স্পিডোমিটারের কাঁটা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এতদিন নজরদারির অভাবে বাইক বাহিনীর দৌরাত্ম্য বা জয়রাইডের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছিল সম্প্রীতি উড়ালপুল। যেহেতু এই উড়ালপুলে একাধিক বাঁক রয়েছে, তাই গতিতে লাগাম পড়াতে না পেরে সেতুর রেলিংয়ে ধাক্কা মেরেছেন অনেকে। জরিমানা চালু হওয়ার পর থেকে তেমন ঘটনা আর ঘটেনি।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sampriti Flyover Speed Camera: জোরে গাড়ি চালালেই মোবাইলে মেসেজ, দিতে হবে জরিমানা! এবার এই ফ্লাইওভারে উঠলেই নজরে রাখুন স্পিডোমিটারের কাঁটা
Next Article
advertisement
SIR Update: মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের
মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও ৩ রাজ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকা
  • আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের৷

  • মধ্যপ্রদেশ, কেরল, ছত্তীসগড়ে প্রকাশিত তালিকা৷

  • মধ্যপ্রদেশেই বাদ গেল ৪২ লক্ষ নাম৷

VIEW MORE
advertisement
advertisement