Purulia News: পুরুলিয়ার রঘুনাথপুরের ঐতিহ্যবাহী বড় কালীপুজো, এক পাথরের প্রতিমায় ভক্তি, শিল্প ও ঐতিহ্যের মেলবন্ধন!

Last Updated:

পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের অন্যতম আকর্ষণ হল ঐতিহ্যবাহী বড় কালীপুজো। এই পুজোর বিশেষত্ব হল, এখানে কালীর প্রতিমাটি সম্পূর্ণভাবে একটিমাত্র বিশাল পাথর খোদাই করে নির্মিত। প্রায় দশ ফুট উচ্চতার এই একখণ্ড পাথরের প্রতিমা স্থানীয় শিল্পকলার এক অনন্য নিদর্শন হিসেবে সমাদৃত। 

+
রঘুনাথপুরের

রঘুনাথপুরের ঐতিহ্যবাহী বড় কালীপুজো

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের অন্যতম আকর্ষণ হল ঐতিহ্যবাহী বড় কালীপুজো। এই পুজোর বিশেষত্ব হল, এখানে কালীর প্রতিমাটি সম্পূর্ণভাবে একটিমাত্র বিশাল পাথর খোদাই করে নির্মিত। প্রায় দশ ফুট উচ্চতার এই একখণ্ড পাথরের প্রতিমা স্থানীয় শিল্পকলার এক অনন্য নিদর্শন হিসেবে সমাদৃত।
কালীপুজোর সময় এই পুজোকে ঘিরে রঘুনাথপুর শহরে সৃষ্টি হয় এক অপরূপ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের আবহ। দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন মা কালীর দর্শন ও পুজোয় অংশগ্রহণ করতে। পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে ভক্তি, আনন্দ আর ঐতিহ্যের উজ্জ্বল ছোঁয়া।
advertisement
advertisement
জানা যায়, ১৯৮৬ সালে এলাকার দোকান ব্যবসায়ীদের উদ্যোগে এই কালীপুজোর সূচনা হয়েছিল। পরবর্তীকালে এলাকাবাসীদের প্রচেষ্টায় এখানে একটি মন্দির গড়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরটি নতুন রূপ পায়, এবং ২০১৬ সালে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে বর্তমান মনোরম মন্দিরটি নির্মিত হয়। এখানে মা কালী বৈষ্ণবী রূপে পূজিতা হন। মায়ের সঙ্গে পূজিতা হন জাকিনি ও যোগিনী, যা এই পুজোর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য। প্রতি বছর এই সময়ে রঘুনাথপুরে বড় কালীপুজোকে কেন্দ্র করে জমে ওঠে ভক্তি, আনন্দ ও ঐতিহ্যের মিলনমেলা।
advertisement
আজ রঘুনাথপুরের এই বড় কালী মন্দির শুধু একটি পুজোস্থল নয়, বরং শহরের ঐতিহ্য, ইতিহাস ও ভক্তির কেন্দ্রবিন্দু। প্রতিদিনই এখানে ভক্তদের ভিড় লেগে থাকে, কেউ প্রার্থনা করতে আসেন, কেউ শুধুমাত্র মা’র দর্শন পেতে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: পুরুলিয়ার রঘুনাথপুরের ঐতিহ্যবাহী বড় কালীপুজো, এক পাথরের প্রতিমায় ভক্তি, শিল্প ও ঐতিহ্যের মেলবন্ধন!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement