Diwali 2023: রং-বেরঙের দামি আলোর সঙ্গে প্রতিযোগিতা, দীপাবলিতে শেষমেশ টেক্কা মাটির প্রদীপের!
- Published by:Teesta Barman
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Diwali 2023: প্রদীপের শিখা প্রাণ ফিরে পাচ্ছে। ফলে কুমোর পাড়ায় ব্যস্ততা বাড়ছে মাটির প্রদীপ তৈরির কাজে। রোজগার বাড়ায় খুশি কুমোররা। কুমোর পাড়ায় সেই প্রদীপ তৈরির ব্যস্ততা চোখে পড়ছে।
নন্দকুমার: আলোর উৎসবে কৃত্রিম, দামি দামি আলো নয়, বাড়ছে চিরাচরিত মাটির প্রদীপের চাহিদা। দোরগোড়ায় দীপাবলি এবং কালীপুজো। গত কয়েক বছর এই আলোর উৎসবে প্রধান হয়ে উঠেছে রংবেরঙের বাহারি লাইট। তবে এই বছরেই অবস্থা পালটে পালটে যাচ্ছে। ধীরে ধীরে বিক্রি বাড়ছে গ্রাম বাংলার চিরাচরিত মাটির প্রদীপের। মাটির প্রদীপ তৈরি ও বিক্রি বাড়ছে বলেই দাবি বিক্রেতাদের।
আরও পড়ুন: শুভমনের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই হঠাৎ রাজস্থানে সচিন-কন্যা! সারার নতুন ছবিতে কুপোকাত ভক্তরা
প্রদীপের শিখা প্রাণ ফিরে পাচ্ছে। ফলে কুমোর পাড়ায় ব্যস্ততা বাড়ছে মাটির প্রদীপ তৈরির কাজে। রোজগার বাড়ায় খুশি কুমোররা। নন্দকুমার ব্লকের দক্ষিণ ধলহরা, বেতকল্লা রাউতৌড়ি-সহ বেশ কয়েকটি গ্রামের কুমোর পাড়ায় সেই প্রদীপ তৈরির ব্যস্ততা চোখে পড়ছে।
advertisement
advertisement
কারিগির কুম্ভকাররা বলছেন, ‘‘রংবেরঙের আলো যতই থাকুক, মাটির প্রদীপের বিকল্প কিছু হয় না। তাই মানুষ কালীপুজো এবং দীপাবলির এই সময়ে আবার মাটির প্রদীপেই আস্থা রাখছেন।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2023 10:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Diwali 2023: রং-বেরঙের দামি আলোর সঙ্গে প্রতিযোগিতা, দীপাবলিতে শেষমেশ টেক্কা মাটির প্রদীপের!

