Birbhum News: মেলার পাঁচ দিনে লক্ষাধিক মানুষের ভিড়, তবুও হতাশ পৌষমেলার ব্যবসায়ীরা

Last Updated:

এবারের পৌষমেলায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছিল। কিন্তু সেই অর্থে ব্যবসায় লাভ হয়নি বিক্রেতাদের

+
বোলপুরের

বোলপুরের বিকল্প পৌষ মেলা 

বীরভূম: দীর্ঘ প্রায় তিন বছর পর বোলপুরের ঐতিহ্যবাহী পৌষ মেলার মাঠে বিকল্প মেলার আসর বসেছিলেন। ডিসেম্বরের ২৪ তারিখ থেকে বৃহস্পতিবার অর্থাৎ ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট পাঁচ দিন বিকল্প পৌষ মেলা চলে। সেখানে লক্ষাধিক মানুষের সমাগমও হয়। কিন্তু তাতেও বেচাকেনা নিয়ে খুশি নয় ব্যবসায়ীরা।
এবারের পৌষমেলায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছিল। কিন্তু সেই অর্থে ব্যবসায় লাভ হয়নি বিক্রেতাদের। এই বিষয়ে পৌষমেলার মাঠের এক ব্যবসায়ী জানান, খুব তাড়াতাড়ি ঐতিহ্যবাহী পৌষ মেলার মাঠে বিকল্প মেলার আয়োজন করা হয়েছিল। যারা এই আয়োজন করেছেন তাঁদেরকে সাধুবাদ জানাই। যদি এই বছর শান্তিনিকেতনের তরফ থেকে এই মেলা করার উদ্যোগ গ্রহণ করা হত এবং আগে থেকে এই মেলার পরিকল্পনা করা হত তাহলে হয়ত পরিস্থিতির অন্যরকম হত। সে ক্ষেত্রে বেচাকেনা বেশি হওয়ার সম্ভাবনা ছিল।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অন্যদিকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় পৌষমেলার ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে। এখানে বোলপুরের ছোট-বড় কুঠির ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত পড়ে গিয়েছিল। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছিলেন সবাই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় এবং বীরভূম জেলা প্রশাসনের সহযোগিতায় এত বড় বিকল্প পৌষ মেলার আয়োজন করা সম্ভব হয়েছে। এদিকে ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী পৌষ মেলা আয়োজনের বিষয়টি একেবারে শেষ মুহূর্তে এসে নির্ধারিত হওয়ায় বাইরে থেকে অনেকেই মেলায় আসেননি। কিন্তু বিষয়টি যদি আগে থেকেই নির্ঝঞ্ঝাটভাবে ঠিক হয়ে থাকত তাহলে পরিস্থিতি অন্যরকম হতেও পারত।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: মেলার পাঁচ দিনে লক্ষাধিক মানুষের ভিড়, তবুও হতাশ পৌষমেলার ব্যবসায়ীরা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement