Amazonica in Bardhaman: বিশালাকৃতির পাতা, সইতে পারে ১৫ কেজি ওজন, বিশ্বজুড়ে বিখ্যাত! দক্ষিণ আমেরিকার সেই জলজ উদ্ভিদ এবার দেখা যাবে বর্ধমানে

Last Updated:

দক্ষিণ আমেরিকার অ্যামাজন হ্রদের ভিক্টোরিয়া অ্যামাজনিকা রয়েছে এখন বর্ধমানেই। এই জলজ উদ্ভিদের বিশাল আকৃতির পাতা ভার বহন করতে পারে প্রায় ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত, যা দেখলে অবাক হবেন আপনিও। 

+
ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া অ্যামাজোনিকা

বর্ধমান, সায়নী সরকার: দক্ষিণ আমেরিকার অ্যামাজন হ্রদের ভিক্টোরিয়া অ্যামাজনিকা রয়েছে এখন বর্ধমানেই। এই জলজ উদ্ভিদের বিশাল আকৃতির পাতা ভার বহন করতে পারে প্রায় ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত, যা দেখলে অবাক হবেন আপনিও। পশ্চিমবঙ্গের মধ্যে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের পর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পরমনাথ ভাদুড়ী ক্রপ রিসার্চ অ্যান্ড সিড মাল্টিপ্লিকেশন ফার্মেই রয়েছে এই উদ্ভিদ।
এই উদ্ভিদ সাধারণত দেখা যায় দক্ষিণ আমেরিকার অ্যামাজন হ্রদে। এই ফুলগুলি সাধারণ লিলির মতো নয়, তাই ভিক্টোরিয়া আমাজোনিকাকে বলা হয় জায়েন্ট লিলি।জানা যায়, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের পর রাজ্যের মধ্যে প্রথম ‘জায়েন্ট লিলি’ লাগানো হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। বোটানিক্যাল সার্ভে অফ্ ইন্ডিয়া’র সৌজন্যে পাওয়া এই অতিকায় লিলি বা ভিক্টোরিয়া আমাজনিকা ২০১৬ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফার্ম-এ প্রথম রোপণ করা হয়।
advertisement
advertisement
এর ফুলেও রয়েছে বিশেষত্ব, সকালে ফুল ফোটার সময় এর রঙ থাকে সাদা, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এটি হালকা গোলাপি রঙ ধারণ করে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শিখা দত্ত জানান, দেখতে ভীষণ সুন্দর, শোভা বর্ধনকারী কিন্তু এই গাছ অন্যান্য গাছকে পাশাপাশি বেড়ে উঠতে দেয় না। ভিক্টোরিয়া অ্যামাজোনিকা যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার কাজে লাগছে, ঠিক তেমনই পর্যটকরাও আকর্ষিত হন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিরল ও বিশাল আকৃতির জলজ উদ্ভিদ ভিক্টোরিয়া অ্যামাজোনিকা শুধু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শোভাই বাড়াচ্ছে না, বরং এটি হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। দক্ষিণ আমেরিকার আমাজন থেকে আসা এই ‘জায়েন্ট লিলি’ একইসঙ্গে প্রকৃতিপ্রেমী এবং পর্যটকদের জন্য এক বিশাল আকর্ষণ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amazonica in Bardhaman: বিশালাকৃতির পাতা, সইতে পারে ১৫ কেজি ওজন, বিশ্বজুড়ে বিখ্যাত! দক্ষিণ আমেরিকার সেই জলজ উদ্ভিদ এবার দেখা যাবে বর্ধমানে
Next Article
advertisement
FIFA World Cup 2026 Groups: চূড়ান্ত হল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ, সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা, ‘গ্রুপ অফ ডেথ’-এ কারা? দেখে নিন
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ: সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা, ‘গ্রুপ অফ ডেথ’-এ কারা?
  • চূড়ান্ত হল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ

  • সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা, ‘গ্রুপ অফ ডেথ’-এ কারা?

  • দেখে নিন একনজরে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ বিন্যাস

VIEW MORE
advertisement
advertisement