Tourist Spot: পাহাড় সমুদ্র অনেক হয়েছে, এবার ঘুরে দেখুন এই বিশেষ জায়গা, জানতে পারবেন ভারতের ইতিহাস

Last Updated:

Tourist Spot: শুধু পাহাড় কিংবা সমুদ্র ঘুরে দেখা নয়, জানুন ভারতবর্ষের ইতিহাস। বহু যুগ আগে থেকে ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি সাধন হয়েছে। পাশ্চাত্য প্রভাবের বহুকাল আগেই ভারতবর্ষে শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞানের সূচনা হয়েছিল।

+
ভারত

ভারত তীর্থ মিউজিয়াম

পশ্চিম মেদিনীপুর: শুধু পাহাড় কিংবা সমুদ্র ঘুরে দেখা নয়, জানুন ভারতবর্ষের ইতিহাস। বহু যুগ আগে থেকে ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি সাধন হয়েছে। পাশ্চাত্য প্রভাবের বহুকাল আগেই ভারতবর্ষে শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞানের সূচনা হয়েছিল। সেই সব ক্রমবিকাশের ধারাকে তুলে ধরেছে এই প্রতিষ্ঠানটি। অনুমতি নিয়ে তাই একদিনের জন্য ঘুরে দেখতে পারেন এই বিশেষ মিউজিয়াম। জানতে পারবেন ভারতের জ্ঞান প্রণালী এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নতির এক একটি ধাপ। তাই পরবর্তী আপনার ডেস্টিনেশন হোক এই জায়গা। ভারতের জ্ঞান বিজ্ঞানের ধারা ও প্রাচীন শিক্ষা ব্যবস্থাকে সকলের সামনে তুলে ধরেছে আইআইটি খড়গপুর।ভারতীয় জ্ঞান বিজ্ঞানের ধারা এবং প্রাচীন শিক্ষাব্যবস্থা তথা জ্ঞানের মূল উৎপত্তি, আইআইটি খড়্গপুরের ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা I K S এর বিশেষ মিউজিয়ামে এলেই আপনি জানতে পারবেন।
আরও পড়ুনঃ পলাশির আমবাগানে লাল হয়েছিল ক্লাইভের খঞ্জর, ভাগীরথীর পাশে এই গ্রামে চিরঘুমে শায়িত সিরাজের বীর সেনাপতি মীরমদন
প্রসঙ্গত, প্রাচীন ভারতেই বহুকাল আগে উৎপত্তি হয়েছে শিক্ষা ব্যবস্থার। এক বিশেষ প্রণালীর মধ্য দিয়ে ক্রমবর্ধমান বিকাশের পথ ধরে আজ পরিচিতি লাভ করেছে বর্তমান শিক্ষা, স্বাস্থ্য, মহাকাশ বিজ্ঞান সহ আধুনিক শিক্ষার নানান দিক। সেই ক্রমও বিকাশের ধারাকে সকলের সামনে তুলে ধরেছেন ভারতের প্রাচীনতম প্রযুক্তি বিদ্যার প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুর।ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রভাব অবশ্যই বাড়ছে। শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান গবেষণার আজ বহুল প্রসার ঘটেছে। তবে ভারতবর্ষেই প্রথম শুরু হয়েছিল শিক্ষাব্যবস্থার হাতে খড়ি। জ্ঞান বিজ্ঞানের ধারাকে ছবিতে তুলে ধরেছে আইআইটি।
advertisement
ভারতীয় জ্ঞান প্রণালী মূলত আধ্যাত্মিক কেন্দ্রিক এবং সংস্কৃতি কেন্দ্রিক। যার স্পষ্ট ব্যখা, চিত্রসহ অতি সহজে বোঝানো হয়েছে। আইআইটি পুরানো ভবন তথা শহীদ ভবনেই রয়েছে ভারততীর্থ গ্যালারি। এই গ্যালারি থেকে আপনি জানতে পারবেন ভারতীয় শিক্ষা সংস্কৃতির মূল ধারায় থাকা কিছু প্রামাণ্য তথ্য। মাটির গভীরে লুক্কায়িত ইতিহাসের সেই উপাদানকে সামনে এনে আবিস্কৃত হয়েছে ভারতবর্ষের জ্ঞানপ্রকাশের ধারা। সেই ধারাকে স্বীকার করে নিয়ে আধুনিক ভারতবর্ষের শিক্ষা গ্রহণ ও শিক্ষাদানকে পরিপুষ্ট করেছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা আই কে এস এর ধারণা। তাকেই স্থান করে দেওয়া হয়েছে আইআইটি’র এই মিউজিয়ামে।
advertisement
advertisement
ভারতীয় জ্ঞানপঞ্জি অনুসারে, এক থেকে বহুমুখী জ্ঞান-বিজ্ঞানের প্রসারে ধারা প্রবাহিত হয়েছে। প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে শিক্ষাব্যবস্থা শুধুমাত্র পাঠদানের জন্য ব্যবহৃত হয়নি, তৈরি হয়েছে মানুষ হিসেবে গড়ে তোলার এক বিস্ময়কর পদ্ধতি। আইআইটি খড়্গপুরের ভারততীর্থ মিউজিয়াম এ আপনি প্রতিটি বিষয়ে পাবেন সম্যক ধারণা। যা আপনাকে নিয়ে যাবে সুপ্রাচীন অতীত থেকে আজকের আধুনিক শিক্ষার ধারায়। তাই অবশ্যই বাড়ির ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে কিংবা নিজেরাও ঘুরে দেখতে পারেন আইকেএস মিউজিয়াম। যদিও আইআইটি কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tourist Spot: পাহাড় সমুদ্র অনেক হয়েছে, এবার ঘুরে দেখুন এই বিশেষ জায়গা, জানতে পারবেন ভারতের ইতিহাস
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement