Couple Friendly Tourist Spot near Kolkata: ঝরনা তাও আবার কলকাতার এত্ত কাছে, কাপলদের উইকএন্ড কাটানোর দারুণ জায়গা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Tourist Spot near Kolkata:কলকাতার খুব কাছে অজানা ডে, ঘুরে দেখবেন নাকি? শীত বিদায় নিচ্ছে, ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? ঘুরে দেখুন এই ঝরনা।
: ভাবুন তো, ধীরে ধীরে শীত বিদায় নিচ্ছে। ছুটির দিনে আপনারও কোথাও থেকে ঘুরে আসার ইচ্ছে হচ্ছে? চারিদিকে সবুজ ধান গাছে ঘেরা, আর সেখানেই পাথরের গা বেয়ে ঝরে পড়ছে ঠান্ডা জল। দেখতে খানিকটা জলপ্রপাত বা ওয়াটার ফলস এর মত, তবে তেমন একটা বড় নয় তবে অসাধারণ সৌন্দর্য এখানে। কাপল ফ্রেন্ডলি ট্যুরিস্ট স্পটের খোঁজে তো সকলেই থাকেন৷
তাহলে আপনার লং ড্রাইভ ছেড়ে এবার কলকাতার খুব কাছেই এসে ঘুরে যান একদিনে। যারা ঘুরতে যেতে ভালোবাসেন প্রতিদিনের ডেইলি রুটিন থেকে আপনি নিজেকে একটু রেহাই দিতে চাইলে চলে আসুন এখানে। ছোট্ট এই ঝরনা দেখে পার্শ্ববর্তী একাধিক জায়গায় ঘুরে আবার ফিরতে পারবেন নিজের কাজে। কলকাতা থেকে খুব কাছেপিঠে রয়েছে সুন্দর ঝরনা। মাত্র কয়েক মাস থাকে এই ঝরনার জল। পরিবার-পরিজন কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন এই জায়গা থেকে।
advertisement
আরও পড়ুন – জসপ্রীত বুমরাহ জিতলেন ICC টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার ২০২৪ পুরস্কার, স্মৃতি মন্ধানা হলেন বর্ষসেরা
advertisement
পাথরের গা বেয়ে জল ঝরে পড়ার শব্দ এবং চারিদিকে সবুজের স্নিগ্ধতা আপনাকে মুগ্ধ করবে। সারা সপ্তাহের ক্লান্তি যেন নিমেষেই দূর হবে। মূলত বর্ষার সময়ে ফুলেফেঁপে ওঠে এই ঝরনাটি। তবে প্রায় শীতকাল পর্যন্ত বেশ ভালো জল থাকে এখানে। এখনও এমন সুন্দর কুয়াশা ঘেরা পরিবেশে ঝরনা বেশ আনন্দ দেবে আপনাকে। কলকাতা থেকে খুব কাছে রেল শহর খড়্গপুরের অনতি দূরে রয়েছে সুন্দর এই ছোট্ট ঝরনা। বর্ষার এই মরশুমে পরিপুষ্ট থাকে ঝরনাটি। তবে পুজোর পর ধীরে ধীরে তার বাহার কমে। তাই যারা ঘুরতে যেতে ভালবাসেন কিংবা নতুন নতুন ডেসটিনিশন এক্সপ্লোর করতে চান, তারা অবশ্যই ঘুরে দেখুন গ্রামীণ পরিবেশে এই ঝরনা।
advertisement
নীল আকাশের নীচে গড়িয়ে পড়া জল যেন এক আলাদা অনুভূতি দেবে। কলকাতা থেকে সামান্য কিছুটা দূরে খড়্গপুরের ডিমৌলি এলাকায় রয়েছে ভেটিয়া ওয়াটার ফলস।ছবির মত প্রাকৃতিক দৃশ্য আপনার চোখের সামনে ধরা দেবে। যদিও প্রকৃতিপ্রেমীদের কাছে এটি ঝরনা নয়, তবে সাধারণ মানুষ এবং ভ্রমণ পিপাসু মানুষদের কাছে অন্যতম ডেস্টিনেশন। বৃষ্টির জল ক্রমশ পাথরের গা বেয়ে ঝরে পড়ছে। শুধু তাই নয় স্রোত হিসেবে বয়ে চলেছে বেয়ে আসা জল। প্রসঙ্গত বর্ষার জলেই পরিপুষ্ট এই ঝরনা। প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই ঝরনা দেখার জন্য।
advertisement
স্বাভাবিকভাবে যারা কাছে পিঠে ঘুরে আসার প্ল্যান করছেন কিংবা নিত্যনতুন ডেস্টিনেশনের এর খোঁজ নিচ্ছেন তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন ভেটিয়া ওয়াটার ফলস। কীভাবে পৌঁছবেন এই জায়গায়? ট্রেন, বাস কিংবা ছোট গাড়িতে পৌঁছতে পারবেন এখানে। ট্রেনে এলে আপনাকে নামতে হবে খড়গপুর স্টেশন সেখান থেকে ছোট গাড়ি ধরে পৌঁছতে পারবেন ডিমৌলির এই জায়গায়। অন্যদিকে খড়গপুর স্টেশন থেকে কেশিয়াড়িগামী বাসে চেপে ডিমৌলী বাস স্ট্যান্ডে নেমে আপনি টোটোয় করে পৌঁছে যেতে পারবেন এখানে। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/UVnQQqYPdVa6Qga2A
advertisement
তাহলে বেছে নিন কোন উইকএন্ডে পার্টনারকে নিয়ে পাড়ি জমাবেন এই লোকেশনে৷
Ranjan Chanda
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2025 7:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Couple Friendly Tourist Spot near Kolkata: ঝরনা তাও আবার কলকাতার এত্ত কাছে, কাপলদের উইকএন্ড কাটানোর দারুণ জায়গা