Toto Driver : টোটো নিয়ে হাজার অভিযোগ, তার মাঝে এই টোটোচালক যে কাজটা করলেন...! পুলিশ থেকে সাধারণ মানুষ, সবাই গর্বিত
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by:Sujit Bhowmik
Last Updated:
Toto Driver- টোটো চালকের সততা। গরীব টোটো চালকের সততার নজির দেখল গোটা বাংলা। যাত্রীর ফেলে যাওয়া মোবাইল-সহ নগদ টাকা ও সোনার গয়না ভর্তি ব্যাগ ফিরিয়ে দিলেন মহিষাদলের এক টোটো চালক।
কলকাতা: টোটো চালকের সততা। গরীব টোটো চালকের সততার নজির দেখল গোটা বাংলা। যাত্রীর ফেলে যাওয়া মোবাইল-সহ নগদ টাকা ও সোনার গয়না ভর্তি ব্যাগ ফিরিয়ে দিলেন মহিষাদলের এক টোটো চালক। ঘটনার কথা জানাজানি হতেই টোটো চালককে ধন্যবাদ জানাচ্ছেন সবাই।
সততার নজির রাখলেন মহিষাদলের বাসিন্দা টোটো চালক সুকুমার সামন্ত। মঙ্গলবার সকালে টোটো চালক সুকুমার সামন্ত এক দম্পতিকে মহিষাদলের সিনেমা মোড় থেকে দ্বাড়িবেড়া নিয়ে যান। টোটো থেকে নেমে যাওয়ার সময় তাঁরা ভুল করে ফেলে যান ব্যাগ, মোবাইল।
যাত্রীদের ছেড়ে মহিষাদলে ফেরার পথে তিনি ওই ব্যাগ দেখতে পান। সেই ব্যাগ নিজের দায়িত্বে রাখেন তিনি। এর পর মহিষাদল পুলিশের মধ্যস্থতায় প্রকৃত মালিকের হাতে মোবাইল-সহ লক্ষাধিক টাকার গহনা ও নগদ অর্থ ফিরিয়ে দেন। অন্যের হারানো নগদ অর্থসহ লক্ষাধিক টাকার জিনিস ফিরিয়ে দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন খেটে খাওয়া বছর পঞ্চাশের সুকুমার সামন্ত। তাঁর এই কাজে প্রশংসা করছে পুলিশও। দীপাবলিতে তাঁকে সম্বর্ধনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
advertisement
advertisement

মহিষাদল থানার পুলিশ জানিয়েছে, দুপুর প্রায় ১২টা নাগাদ কালিকাকুণ্ড গ্রামের বাসিন্দা সুমিত্রা পাত্র বাড়ি ফেরার পথে ভুল করে একটি টোটোতে সোনার গয়না, মোবাইল ও গুরুত্বপূর্ণ নথিপত্র-সহ ব্যাগটি ফেলে আসেন। জানা যায়, চক গাজীপুরের বাসিন্দা সুকুমার সামন্তর টোটোতেই ব্যাগটি পড়ে গিয়েছিল। তাঁর কাছ থেকে সোনার গয়না ও মোবাইল-সহ ব্যাগটি অবস্থায় উদ্ধার করা হয়।
advertisement
আরও পড়ুন- লক্ষ্মীপুজোয় ভয়ানক কাণ্ড! নতুন বাড়ি থেকে বিশালাকার যা বেরিয়ে এল…, মুহূর্তে চাঞ্চল্য
রাজ্যের বিভিন্ন জায়গায় টোটোর বেলাগাম উৎপাতে অতিষ্ঠ বহু মানুষ। অনেকেই অভিযোগ করেন, টোটোচালকদের দাপটে বাংলার রাস্তায় বেড়েছে দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে মহিষাদলের এই টোটোচালকের সততা মুগ্ধ করছে অনেক মানুষকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2025 2:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto Driver : টোটো নিয়ে হাজার অভিযোগ, তার মাঝে এই টোটোচালক যে কাজটা করলেন...! পুলিশ থেকে সাধারণ মানুষ, সবাই গর্বিত