Toto Accident: একটা ধাক্কাতেই সব শেষ, শ্রাদ্ধের অনুষ্ঠানে এসে মৃত শিশু! আর কতদিন বেপরোয়া ভাবে চলবে টোটো?

Last Updated:

Toto Accident: বেপরোয়া টোটো! রাস্তা পার হতে গিয়ে টোটোর ধাক্কায় মৃত্যু হল চার বছরের এক শিশুর। এদিন দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপনের চক সাথীহার এলাকায়।

একটা ধাক্কাতেই সব শেষ, শ্রাদ্ধের অনুষ্ঠানে এসে মৃত শিশু! আর কতদিন বেপরোয়া ভাবে চলবে টোটো?
একটা ধাক্কাতেই সব শেষ, শ্রাদ্ধের অনুষ্ঠানে এসে মৃত শিশু! আর কতদিন বেপরোয়া ভাবে চলবে টোটো?
দক্ষিণ দিনাজপুর: বেপরোয়া টোটো! রাস্তা পার হতে গিয়ে টোটোর ধাক্কায় মৃত্যু হল চার বছরের এক শিশুর। এদিন দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপনের চক সাথীহার এলাকায়। মৃত শিশুর বাড়ি বাড়ি তপন থানার আউটিনা গ্রাম পঞ্চায়েতের পানলাহারে।
এদিন দুপুরে ওই শিশু দিদা মাই টুডুর সঙ্গে তপন ব্লকের চক সাথীহারে এসেছিল একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে। যেখানে গিয়ে ছোটাছুটি করবার সময় আচমকা দিদার নজর এড়িয়ে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে বালুরঘাটগামী বেপরোয়া টোটোর ধাক্কা মারে। এরপরেই রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি জখম শিশুটিকে ওই টোটোতেই বালুরঘাট জেলা হাসপাতালে আনা হয়।
advertisement
advertisement
যদিও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই কান্নায় ভেঙে পড়েছে মৃত শিশুর মা বাহামনি সরেন ও দিদা মাই টুডু। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে মৃত শিশুর পরিজনরা। তবে উত্তেজিত জনতা টোটো চালককে মারধর করার আগেই পুলিশ তাঁকে আটক করে বালুরঘাট থানায় নিয়ে যায়।
গত বছর বালুরঘাটের মাহিনগরের এক শিশুর প্রাণ গিয়েছিল টোটোর ধাক্কায়। এদিন স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাজ্যসড়কে যাত্রী নিয়ে ওই টোটোটি বেপরোয়া গতিতে ছুটছিল। রাজ্য ও জাতীয় সড়কে টোটোর দৌরাত্ম্য রুখতে পুলিশ ও প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয়রা।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto Accident: একটা ধাক্কাতেই সব শেষ, শ্রাদ্ধের অনুষ্ঠানে এসে মৃত শিশু! আর কতদিন বেপরোয়া ভাবে চলবে টোটো?
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement