Topper From Bengal: ফের বাংলার জয়জয়কার! আই এস এস-এ এবার দ্বিতীয় বাংলার অর্ক, সাফল্যের চাবিকাঠি কী?

Last Updated:

Topper From Bengal: বিষ্ণুপুর থানার আমতলার বাসিন্দা অর্ক মণ্ডল গত বছরই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাশিবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেছেন (West Bengal News)।

সর্বভারতীয় পরীক্ষায় বাংলার অর্ক
সর্বভারতীয় পরীক্ষায় বাংলার অর্ক
#বিষ্ণুপুর: সর্বভারতীয় পরীক্ষায় আবার বাংলার (West Bengal News) মেধার জয়ধ্বজা। ইউপিএসসি-র ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল সার্ভিস (ISS) পরীক্ষায় দেশের সেরাদের মধ্যে দ্বিতীয় হয়েছেন রাজ্যের অর্ক মণ্ডল (Topper From Bengal)। বিষ্ণুপুর থানার আমতলার বাসিন্দা অর্ক মণ্ডল গত বছরই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাশিবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেছেন।
সরিষা রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্কের  (West Bengal News) কলেজ আশুতোষ। প্রিয় বিষয় অংক। কিন্তু একাদশ-দ্বাদশে পড়ার সময় থেকে রাশিবিজ্ঞানই হয়ে ওঠে তার ধ্যানজ্ঞান। তখন থেকেই এমন একটা পেশায় আসতে চেয়েছেন যেখানে দেশের জন্য সরাসরি কিছু করার সুযোগ রয়েছে। অর্ক (Topper From Bengal) জানালেন, "আইএএস হওয়াও হয়তো যেত। কিন্তু রাশিবিজ্ঞান বিষয়টাকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে, এটার ওপর ভিত্তি করেই কিছু করতে চেয়েছিলাম। সেজন্যই আমার ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল সার্ভিস পরীক্ষা দেওয়া। কারণ যে কোনও ক্ষেত্রে দেশের ভবিষ্যৎ পরিকল্পনায় এই সার্ভিসের সঙ্গে যুক্তরাই অগ্রণী ভূমিকা পালন করেন।"
advertisement
advertisement
অর্কর বাবা তারকনাথ মণ্ডল চিকিৎসক। মা কাকলিদেবী স্কুলশিক্ষিকা। এক দিদি কর্পোরেট ব্যাঙ্কে চাকরি করেন। স্নাতকোত্তর পড়তে পড়তেই গত বছর পরীক্ষা দিয়েছিলেন সফল হননি অর্ক (Topper From Bengal)। কিন্তু এ বছর একেবারে দ্বিতীয় স্থানে  (West Bengal News)। জানালেন, কোনও কোচিং সেন্টার নয়,নিজেই পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন। অধ্যাপকদের সাহায্য ছাড়াও এই পরীক্ষার পুরনো প্রশ্ন তাকে সাফল্যের চূড়ায় পৌঁছতে সাহায্য করেছে।
advertisement
গত এক বছরের প্রস্তুতির এই সময়টায় সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। মনঃসংযোগের যাতে অভাব না ঘটে তার জন্য ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিলেন অর্ক। হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম শুধু এই পরীক্ষা সংক্রান্ত কাজেই ব্যবহার করতেন। শখ ফটোগ্রাফি। মাঝেমধ্যে কবিতাও লেখেন। এই সার্ভিসটি মূলত কেন্দ্রীয়। তবে ডেপুটেশনে অনেক সময় রাজ্যে কাজ করার সুযোগও রয়েছে। অর্ক জানালেন, "নিজের রাজ্যে এসে কাজ করার ইচ্ছা তো অবশ্যই রয়েছে। তবে আগে দেশকেই প্রাধান্য দেব।"
advertisement
এ বছর ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল সার্ভিসে মোট শূন্যপদের সংখ্যা ছিল ১১,ইন্ডিয়ান ইকনমিক সার্ভিসে ছিল ১৫ । ১১ জন সফল পরীক্ষার্থীর মধ্যে দ্বিতীয় হয়েছেন অর্ক।কিছুদিন আগে প্রকাশিত ইউপিএসসি - র সিভিল সার্ভিস পরীক্ষার মেধাতালিকাতেও জায়গা করে নিয়েছিলেন একঝাঁক বাঙালি ছেলেমেয়ে। রাজ্যের শিক্ষামহলের বক্তব্য, এদের দেখে আগামী দিনে আরও মেধাবী ছাত্রছাত্রীরা এই পরীক্ষা দেবেন এবং সফল হয়ে রাজ্যের নাম উজ্জ্বল করবেন।
advertisement
অর্পণ মণ্ডল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Topper From Bengal: ফের বাংলার জয়জয়কার! আই এস এস-এ এবার দ্বিতীয় বাংলার অর্ক, সাফল্যের চাবিকাঠি কী?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement