#সিঙ্গুর: নির্ধারিত সময়ের আগেই চাষযোগ্য করে সিঙ্গুরের জমি ফেরত দেওয়া হচ্ছে। সিঙ্গুরের গোপালনগর মৌজার পঁচিশ একর জমি কাল কৃষকদের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই প্রায় ৮৭০ একর জমি চাষযোগ্য করা গেছে বলে দাবি রাজ্যের। সিঙ্গুর নিয়ে কাল নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। জমি ফেরত নিয়ে যাবতীয় রিপোর্ট দেওয়া হবে তাঁকে।
সুপ্রিম কোর্টের দেওয়া ১২ সপ্তাহ সময়ের আগেই পদক্ষেপ রাজ্যের। সোমবার থেকেই শুরু হচ্ছে সিঙ্গুরের কৃষকদের জমি ফেরতের কাজ।
আগের মতোই এই জমি তিন ফসলি হবে বলে দাবি বিশেষজ্ঞদেরও। তবে জমি ফেরতের খবরে আনন্দে মশগুল কৃষকরা।- যদিও এখনও আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে অনিচ্ছুক কৃষকদের একাংশকে।
রবিবার, সিঙ্গুরে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুই বিধায়ক বেচারাম মান্না, রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকও করেন।
বাকি জমি দ্রুত আগের অবস্থায় ফেরাতে তৎপর রাজ্য। পরিষ্কারের জন্য দক্ষিণ ২৪ পরগনা থেকে আনা হয়েছে বিশেষ টিম। পুজোর ছুটির মধ্যে কাজ অনেকটা এগিয়ে যাবে বলেই আশা নবান্নের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।