সোমবার সিঙ্গুরের চাষযোগ্য জমি ফিরিয়ে দেওয়া হবে কৃষকদের হাতে

ফাইল চিত্র

ফাইল চিত্র

নির্ধারিত সময়ের আগেই চাষযোগ্য করে সিঙ্গুরের জমি ফেরত দেওয়া হচ্ছে। সিঙ্গুরের গোপালনগর মৌজার পঁচিশ একর জমি কাল কৃষকদের হাতে তুলে দেওয়া হবে।

  • Last Updated :
  • Share this:

    #সিঙ্গুর: নির্ধারিত সময়ের আগেই চাষযোগ্য করে সিঙ্গুরের জমি ফেরত দেওয়া হচ্ছে। সিঙ্গুরের গোপালনগর মৌজার পঁচিশ একর জমি কাল কৃষকদের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই প্রায় ৮৭০ একর জমি চাষযোগ্য করা গেছে বলে দাবি রাজ্যের। সিঙ্গুর নিয়ে কাল নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। জমি ফেরত নিয়ে যাবতীয় রিপোর্ট দেওয়া হবে তাঁকে।

    সুপ্রিম কোর্টের দেওয়া ১২ সপ্তাহ সময়ের আগেই পদক্ষেপ রাজ্যের। সোমবার থেকেই শুরু হচ্ছে সিঙ্গুরের কৃষকদের জমি ফেরতের কাজ।সোমবার গোপালননগর মৌজার ২৫ একর জমি চাষযোগ্য অবস্থায় তুলে দেওয়া হবে কৃষকদের হাতে। রাজ্য সরকারের দাবি, ইতিমধ্যেই ৮৭০ একর জমি চাষযোগ্য অবস্থায় আনা গিয়েছে। সোমবার বিকেল ৩টেয় নবান্নে সিঙ্গুর নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন তাঁকে জমি ফেরত নিয়ে যাবতীয় রিপোর্ট দেওয়া হবে। ২১ অক্টোবরের মধ্যে সমস্ত জমি পরিষ্কার করে ফেলা হবে।

    আগের মতোই এই জমি তিন ফসলি হবে বলে দাবি বিশেষজ্ঞদেরও। তবে জমি ফেরতের খবরে আনন্দে মশগুল কৃষকরা।- যদিও এখনও আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে অনিচ্ছুক কৃষকদের একাংশকে।

    রবিবার, সিঙ্গুরে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুই বিধায়ক বেচারাম মান্না, রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকও করেন।

    বাকি জমি দ্রুত আগের অবস্থায় ফেরাতে তৎপর রাজ্য। পরিষ্কারের জন্য দক্ষিণ ২৪ পরগনা থেকে আনা হয়েছে বিশেষ টিম। পুজোর ছুটির মধ্যে কাজ অনেকটা এগিয়ে যাবে বলেই আশা নবান্নের ৷

    First published:

    Tags: Singur, Singur Land, Singur Land Returned Back