২১ জুলাইয়ের সভায় কেন যোগ? তৃণমূলকর্মীকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা
Last Updated:
এই ঘটনায় ৩ জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে ৷
#গোঘাট: হুগলির গোঘাটে তৃণমূলকর্মীকে পিটিয়ে খুন করা হল ৷ ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশে যোগ দেওয়ার ‘অপরাধে’ পিটিয়ে খুন করা হল তাঁকে ৷ নিহতের নাম লালচাঁদ বাগ ৷ অভিযোগের তির উঠেছে বিজেপির দিকে ৷
গত রবিবার একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দেন লালচাঁদ ৷ সোমবার রাতে বাড়ি ফেরার সময় হামলা হয় তাঁর উপর ৷ পরিবারের অভিযোগ, সভায় যোগ দিতে যাওয়ার কারণেই এমন পরিণতি হল লালচাঁদের ৷ সোমবার রাতে অন্তত ১০-১২ জন দুষ্কৃতী লাঠি, বাঁশ নিয়ে হামলা চালায় ৷ এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই তৃণমূলকর্মীকে মৃত বলে ঘোষণা করেন ৷ এই ঘটনায় ৩ জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2019 8:23 AM IST