TMC Worker Kicks Referee: গোল নিয়ে গন্ডগোল, মাঠে ঢুকে রেফারিকে লাথি মেরে গ্রেফতার তৃণমূল কর্মী! মেদিনীপুরে তুলকালাম, ভাইরাল ভিডিও

Last Updated:

মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে স্বাধীনতা দিবসের সন্ধ্যায় চলছিল ঐতিহ্যবাহী এক ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টেই একটি খেলার মাঝে গোল নিয়ে বাঁধে গোলমাল।

রেফারিকে লাথি মারছেন অভিযুক্ত তৃণমূল কর্মী রাজা খান (ডানদিকে)৷
রেফারিকে লাথি মারছেন অভিযুক্ত তৃণমূল কর্মী রাজা খান (ডানদিকে)৷
ফুটবল খেলার মাঝে গোল দেওয়া নিয়ে গন্ডগোল৷ আর তার জেরেই মাঠে ঢুকে রেফারিকে সজোরে লাথি মারলেন এলাকার প্রভাবশালী তৃণমূল কর্মী৷ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুরে৷ অভিযুক্ত তৃণমূল কর্মী রাজা খানকে গ্রেফতার করেছে পুলিশ৷
স্থানীয় সূত্রে খবর, মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে স্বাধীনতা দিবসের সন্ধ্যায় চলছিল ঐতিহ্যবাহী এক ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টেই একটি খেলার মাঝে গোল নিয়ে বাঁধে গোলমাল। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন লক্ষ্মণ মান্ডি নামে এক রেফারি। রেফারির সিদ্ধান্ত মন মতো না হওয়ায় মাঠে ঢুকে রেফারির উপরে রীতিমতো চোটপাট শুরু করেন আয়োজকদের মধ্যে অন্যতম এলাকার দাপুটে তৃণমূল কর্মী নামে পরিচিত রাজা খান। রেফারিকে সজোরে লাথি মারার ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে। এমন কী, গন্ডগোল থামাতে আসা দর্শকদেরও মারধর করা হয় বলে অভিযোগ।
advertisement
ঘটনার পর শনিবার সকালে মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্তরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করে এই গোটা ঘটনায় শাসক দলকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
এ দিন সকালেই অভিযুক্ত তৃণমূলকর্মী রাজা খানকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্তকে আজ আদালতে পেশ করবে পুলিশ৷ যদিও আদালতে নিয়ে যাওয়ার সময় নিজের ভুল স্বীকার করেন নেন অভিযুক্ত তৃণমূল কর্মী রাজা খান৷
advertisement
সহ প্রতিবেদন- শোভন দাস
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Worker Kicks Referee: গোল নিয়ে গন্ডগোল, মাঠে ঢুকে রেফারিকে লাথি মেরে গ্রেফতার তৃণমূল কর্মী! মেদিনীপুরে তুলকালাম, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement