TMC vs BJP: '৫ তারিখ থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন!' বিজেপি বিধায়কের মন্তব্যে তুমুল শোরগোল! কে এমন দাবি করলেন জানেন? শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
TMC vs BJP: বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের আধিকারিকদের ধমকাচ্ছিলেন, চমকাচ্ছিলেন।''
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: এসআইআর–এর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাধা দিচ্ছেন, তারপর তা পিছিয়ে গেলে ৫ তারিখ থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। এমনই দাবি করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার অভিযোগ তুলে রবিবার ওন্দা বাসস্ট্যাণ্ডে বিজেপির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই কথা বলেন। পাশাপাশি স্থানীয় পুলিশ আধিকারিককেও হুঁশিয়ারি দেন বিধায়ক।
advertisement
বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের আধিকারিকদের ধমকাচ্ছিলেন, চমকাচ্ছিলেন। সে বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নির্বাচন কমিশনে গিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি।” এমনকি মৃত ভোটারদের নামও তৃণমূলের সৌজন্যে এখনও ভোটার লিস্টে রয়েছে বলে তিনি দাবি করেন।
advertisement
advertisement
বিজেপি বিধায়কের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিট বলেন, এসআইআর নিয়ে সরকার নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতা করছে। মৃত ভোটারের নাম তালিকায় থাকলে, তা বাদ যাবে। একই সঙ্গে কোনও নির্বাচিত সরকারের উপর যখন তখন ৩৫৬ ধারা প্রয়োগ করা যায় না, এটা বিধায়ক জানেন না বলেও তিনি দাবি করেন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2025 1:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC vs BJP: '৫ তারিখ থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন!' বিজেপি বিধায়কের মন্তব্যে তুমুল শোরগোল! কে এমন দাবি করলেন জানেন? শুনে চমকে উঠবেন